Vivo X80 Pro Plus লেটেস্ট Snapdragon 8 Gen 1 প্রসেসর ও 12 জিবি র‌্যাম সহ আসছে, দেখা গেল Geekbench-এ

ভিভো শীঘ্রই বাজারে আসন্ন Vivo X80 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Vivo X80, X80 Pro এবং X80 Pro Plus- এই তিনটি…

ভিভো শীঘ্রই বাজারে আসন্ন Vivo X80 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে Vivo X80, X80 Pro এবং X80 Pro Plus- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। এই গুলির মধ্যে রেগুলার ও ‘Pro’ মডেল দুটি সম্পর্কে বহু তথ্য ইতিমধ্যেই বিভিন্ন সূত্র ও রিপোর্ট মারফৎ সামনে এলেও, ‘Plus’ মডেলটির বিষয়ে খুব সীমিত তথ্যই এখনও অবধি জানা গেছে। তবে এবার এই ফ্ল্যাগশিপ ভিভো স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। আর যথারীতি এই ডেটাবেসের তালিকাটি আপকামিং Vivo X80 Pro Plus-এর কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Vivo X80 Pro Plus- কে দেখা গেল Geekbench- এর ডেটাবেসে

V2145 মডেল নম্বর সহ আসন্ন ভিভো এক্স৮০ প্রো প্লাস মডেলটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকা অনুযায়ী, এই ফোনে যে চিপসেটটি ব্যবহার করা হবে তার কোডনেম “টারো” (taro)। এই চিপের বেস ফ্রিকোয়েন্সি ১.৭৮ গিগাহার্টজ এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৩.০০ গিগাহার্টজ। অতএব তালিকায় উল্লেখিত চিপসেট সংক্রান্ত তথ্যগুলি থেকে বোঝাই যাচ্ছে ভিভো এক্স৮০ প্রো প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়াও, তালিকায় প্রকাশ করা হয়েছে এতে ১২ জিবি র‍্যাম মিলবে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। অন্যদিকে, গিকবেঞ্চের পারফরম্যান্স টেস্টের ক্ষেত্রে, আসন্ন ভিভো এক্স৮০ প্রো প্লাস মডেলটি সিঙ্গেল-কোর বিভাগে ১,২০৯ পয়েন্ট এবং মাল্টি-কোর বিভাগে ৩,৩৩০ পয়েন্ট অর্জন করেছে।

প্রসঙ্গত, আগে থেকেই জল্পনা চলেছে Vivo X80 Pro Plus ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড-এইচডি+ রেজোলিউশন যুক্ত ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ২.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে। আবার এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের জেএন২ ইউনিট সহ কোয়াড-ক্যামেরা সিস্টেম থাকবে আশা করা হচ্ছে৷ ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, Vivo X80 Pro Plus মডেলটি সিরিজের তৃতীয় ফোন হবে। এর সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের চিপসেট দ্বারা চালিত Vivo X80 বেস মডেলটি থাকবে এবং Vivo X80 Pro মডেলটিও আসবে, যেটিতে আবার ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করা হবে।