Vivo Y01A ভারতে লঞ্চের আগেই দেখা গেল BIS সার্টিফিকেশন সাইটে, বাজেট ফোনে থাকবে ভার্চুয়াল র‌্যাম

ভিভো (Vivo) তাদের Y সিরিজের অধীনে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত বিভিন্ন মূল্যে একাধিক ডিভাইস বাজারে...
Ananya Sarkar 6 July 2022 10:44 AM IST

ভিভো (Vivo) তাদের Y সিরিজের অধীনে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত বিভিন্ন মূল্যে একাধিক ডিভাইস বাজারে এনেছে। গত মাসে এই সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যের Vivo Y01 হ্যান্ডসেটটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে, যেটিতে MediaTek Helio P35 চিপসেটটি ব্যবহার করা হয়েছে৷ বর্তমানে সংস্থাটি তাদের Y01 লাইনআপে আরও একটি নতুন মডেল যোগ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যার নাম Vivo Y01A। সম্প্রতি এই আপকামিং ভিভো স্মার্টফোনটি ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে Vivo Y01A শীঘ্রই এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে।

Vivo Y01A লাভ করেছে BIS-এর অনুমোদন

V2166 মডেল নম্বর সহ ভিভো ওয়াই০১-এ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও এই তালিকায় আসন্ন হ্যান্ডসেটটির বিষয়ে কোনও বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে প্যাশনেটগিকজ (PassionateGeekz)-এর একটি সাম্প্রতিক রিপোর্টে এই ডিভাইসের কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই০১-এ ৬.৫১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং প্লাস্টিক নির্মিত ব্যাক প্যানেল থাকবে।

এছাড়াও, Vivo Y01A বেস মডেল, Y01-এর মতো একই মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি ২ জিবি র‍্যাম (১ জিবি ভার্চুয়াল সম্প্রসারণ) এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, Vivo Y01A হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১-কে ভিত্তি করে অ্যান্ড্রয়েড গো (Android Go) সংস্করণে রান করবে। প্যাশনেটগিকজ আরও উল্লেখ করেছেন যে, নয়া Vivo Y01A ভারতের আগে অন্যান্য অঞ্চলের মার্কেটে পা রাখতে পারে এবং এটি সম্ভবত জুনের শেষের দিকে লঞ্চ হবে।

Show Full Article
Next Story