বাজেট ফোনেও ৩ জিবি ভার্চুয়াল র্যাম সহ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ওএস, লঞ্চের আগে Vivo Y02s ফোনের রেন্ডার ফাঁস
ভিভো (Vivo) বর্তমানে তাদের Y-সিরিজের অধীনে একটি নতুন বাজেট রেঞ্জের হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই...ভিভো (Vivo) বর্তমানে তাদের Y-সিরিজের অধীনে একটি নতুন বাজেট রেঞ্জের হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি Vivo Y02s নামে শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে জানা গেছে। এই আপকামিং ভিভো হ্যান্ডসেটটি ইতিমধ্যেই আইএমইআই (IMEI) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক একটি রিপোর্টে Vivo Y02s-এর প্রত্যাশিত দাম এবং স্পেসিফিকেশনগুলিও শেয়ার করা হয়েছে। জানা গেছে, এটি এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫১ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এছাড়া, এতে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। আর এখন লঞ্চের আগে Vivo Y02s-এর অফিসিয়াল রেন্ডারগুলি অনলাইনে ফাঁস হয়েছে। এই রেন্ডারগুলি স্মার্টফোনটিকে দুটি কালার অপশনে প্রদর্শন করেছে এবং এতে একটি এলইডি ফ্ল্যাশ সহ একক রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে বলে জানা যাচ্ছে।
প্রকাশ্যে এল Vivo Y02s-এর অফিসিয়াল রেন্ডার
টিপস্টার পারস গুগলানি (@passionategeekz), মোবাইলসটক (MobilesTalk)-এর সাথে যৌথভাবে আসন্ন ভিভো ওয়াই০২এস স্মার্টফোনটির অফিসিয়াল লুকিং রেন্ডারগুলি শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, এই ডিভাইসের ব্যাক প্যানেলে একক ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। আর এই হ্যান্ডসেটটি সম্ভবত ফেভারিট ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লু- এই দুটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। এর ক্যামেরা মডিউলটির ওপরে "এআই ক্যাম" (AI CAM) লেখাটিও দেখা যাবে। আবার ভিভো ওয়াই০২এস-এর সামনে ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ-স্টাইলের নচ অবস্থান করবে।
জানিয়ে রাখি, সম্প্রতি ভিভো ওয়াই০২এস-কে V2203 মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। আবার এই হ্যান্ডসেটটি টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ডেটাবেসেও উপস্থিত হয়েছে, যা থেকে আন্দাজ করা যায় যে, এটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে। মনে করা হচ্ছে, এই নয়া ভিভো ফোনটির ভিভো ওয়াই০১-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে।
ভিভো ওয়াই০২এস-এর সম্ভাব্য মূল্য এবং লভ্যতা (Vivo Y02s Expected Price and Availability)
ভিভো ওয়াই০২এস-কে আগামী ২৮ জুলাই বিশ্ববাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আর ফোনটির ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১৩ ডলার (প্রায় ৯,০০০ টাকা)।
ভিভো ওয়াই০২এস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Y02s Expected Specifications)
Vivo Y02s-এ ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার সাথে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যেতে পারে। Vivo Y02s অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে।
ক্যামেরার ক্ষেত্রে, Vivo Y02s-এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ একক রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে জানা গেছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ভিভো হ্যান্ডসেটটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০ ওয়াট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। Vivo Y02s সম্ভবত ৮.১৯ মিলিমিটার পুরু হবে এবং এর ওজন ১৮২ গ্রাম হতে পারে।