Vivo Y15C: মিডিয়াটেক প্রসেসরের সাথে নতুন ফোন আনছে ভিভো, স্পেসিফিকেশনের আভাস মিলল
গিকবেঞ্চ থেকে

ভিভোর একটি আপকামিং এন্ট্রি লেভেল স্মার্টফোনের সন্ধান পাওয়া গেল৷ যার মডেল নম্বর V2147। অফিসিয়াল ভাবে ঘোষণা না হওয়ার ফলে ডিভাইসটির নাম জানা যায়নি। তবে প্যাশনেটগীকজের…

ভিভোর একটি আপকামিং এন্ট্রি লেভেল স্মার্টফোনের সন্ধান পাওয়া গেল৷ যার মডেল নম্বর V2147। অফিসিয়াল ভাবে ঘোষণা না হওয়ার ফলে ডিভাইসটির নাম জানা যায়নি। তবে প্যাশনেটগীকজের দাবি, V2147 মডেল নম্বরের স্মার্টফোনটি বাজারে Vivo Y15C নামে আত্মপ্রকাশ করবে। এদিকে গিকবেঞ্চে দর্শন পাওয়ার ফলে Vivo Y15C-এর প্রসেসর, র‍্যাম, এবং অ্যান্ড্রয়েড ভার্সন সম্পন্ধীয় তথ্য সামনে এসেছে‌।

Vivo Y15C Geekbench

বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, ভিভো ওয়াই ১৫সি স্মার্টফোনে MediaTek MT6765V/CB মডেল নম্বরের চিপসেট রয়েছে। অর্থাৎ এটি মিডিয়াটেক হেলিও পি৩৫ (MediaTek Helio P35) প্রসেসরকে নির্দেশ করছে‌। গিকবেঞ্চের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে ভিভো ওয়াই ১৫সি এর স্কোর যথাক্রমে ১৬৪ ও ৮৩২‌।

ভিভো ওয়াই ১৫সি হ্যান্ডসেটের ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের বেঞ্চমার্কিং হয়েছে। তবে আশা করা যায়, ডিভাইসটির আরও মেমরি অপশন থাকবে। এন্ট্রি লেভেল মডেল হলেও, ভিভো ওয়াই ১৫সি-তে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড করা হয়েছে।

আবার পূর্বে সিকিউসি (CQC) সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, V2147 বা Vivo Y15C স্মার্টফোন ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। তবে আগামী দিনে এই নিয়ে আরও আপডেট আসবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, ভিভো সম্প্রতি ভারতে তাদের ওয়াই সিরিজের একটি নতুন মডেল লঞ্চ করেছে। Vivo Y15S নামের ওই হ্যান্ডসেটটি ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, হেলিও পি৩৫ প্রসেসর, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।