Vivo Y15D: ফিচারে ঠাসা ভিভো ওয়াই১৫ডি বাজারে আসছে একদম সস্তায়, দেখা গেল IMEI সাইটে
Vivo Y15D খুব শীঘ্রই চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি Y-সিরিজের অধীনে আসন্ন এই ডিভাইসকে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া...Vivo Y15D খুব শীঘ্রই চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি Y-সিরিজের অধীনে আসন্ন এই ডিভাইসকে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে, যেখানে ফোনটি V2161 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। আর একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, হ্যান্ডসেটটি বাজেট সেগমেন্টের অধীনে আসবে। যার বাহ্যিক ডিজাইন এবং অধিকাংশ স্পেসিফিকেশন ভারতে সদ্য আগত Vivo Y15c -এর অনুরূপ হবে। এক্ষেত্রে, পূর্বসূরির ন্যায় উত্তরসূরিটিও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে আসতে পারে।
রুটমাইগ্যালাক্সি (Rootmygalaxy) -এর সাথে সহযোগিতায়, টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani) Vivo Y15D ফোনের IMEI ডেটাবেসে উপস্থিত হওয়ার খবর প্রকাশ করেছেন। টিপস্টারের দাবি, ফোনটিকে এখানে V2161 মডেল নম্বর সহ দেখা গেছে। আর আলোচ্য সাইটের লিস্টিং অনুসারে, এটি Vivo Y15D মার্কেটিং নামের সাথে বাজেট-রেঞ্জে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।
ভিভো ওয়াই১৫ডি স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Y15D smartphone expected specifications)
আগেই বলেছি, ভিভো ওয়াই১৫ডি স্মার্টফোনের ডিজাইন ও বেশির ভাগ স্পেসিফিকেশন পূর্বসূরি ভিভো ওয়াই১৫সি -এর অনুরূপ হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ওয়াই১৫সি ফোনটি সম্প্রতি মিস্টিক ব্লু এবং ওয়েভ গ্রিন কালার অপশনে ভারতে এসেছিল। আর ফিচার হিসাবে এই বিদ্যমান ডিভাইসে - একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে দেখা যাবে, যা ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। তদুপরি, পূর্বসূরির মতই ভিভো ওয়াই১৫ডি ফোনেও মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। এটি ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। হ্যান্ডসেটটি হয়তো অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ (Funtouch OS 11.1) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, আসন্ন Vivo Y15D ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স সমেত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই রিয়ার ক্যামেরাগুলি - প্যানোরামা মোড, ফেস বিউটি, লাইভ ফটো, টাইম-ল্যাপস, প্রো মোড, ডকুমেন্ট স্ক্যানিং ফিচার অফার করতে পারে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ভিভো স্মার্টফোনটিতে অরা স্ক্রিন লাইট প্রযুক্তি সমর্থিত একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y15c-এর ন্যায় আপকামিং Vivo Y15D ফোনেও রিভার্স চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।