Vivo Y16 বাজেট রেঞ্জে শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, দেখা গেল BIS, IMEI ও Geekbench সাইটে

Vivo Y16 নামের একটি নতুন বাজেট স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ফোনটিকে 'ব্যুরো অফ ইন্ডিয়ান...
SUPARNA 27 July 2022 5:15 PM IST

Vivo Y16 নামের একটি নতুন বাজেট স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ফোনটিকে 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড' বা BIS এবং IMEI সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গেছে। BIS ইন্ডিয়ার সাইটে ডিভাইসটি ভি২২০৪ (V2204) মডেল নম্বর এবং IMEI ডেটাবেসে উক্ত মডেলকে Y16 নামে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া, বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চেও (Geekbench) Vivo ব্র্যান্ডের এই আসন্ন হ্যান্ডসেটকে হালফিলে উপস্থিত হতে দেখা যায়। যার দরুন আনুষ্ঠানিক লঞ্চের আগেই Vivo Y16 স্মার্টফোনের মূল্য এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। বলতে দ্বিধা নেই, ডিভাইসটি বিদ্যমান Vivo Y15 এবং Y15c মডেলের সাক্সেসর ভার্সন হিসাবে আত্মপ্রকাশ করবে।

রুটমাইগ্যালাক্সি (RootMyGalaxy) -এর সহযোগিতায়, জনপ্রিয় টিপস্টার পারাশ গুগলানি ভিভো ওয়াই১৬ স্মার্টফোনের সত্বর আগমনের খবর নিশ্চিত করেছে। একই সাথে, IMEI, BIS ইন্ডিয়ার ডেটাবেস এবং বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চের মাধ্যমে প্রাপ্ত উক্ত ফোনের তথ্যও অনলাইনে প্রকাশ করেছেন।

ভিভো ওয়াই১৬ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Y16 expected specifications)

আসন্ন ভিভো ওয়াই১৬ স্মার্টফোনটি ২০১৯ সালে আগত ভিভো ওয়াই১৫ এবং ২০২২ সালে লঞ্চ হওয়া ভিভো ওয়াই১৫সি মডেলের উত্তরসূরি হবে। ফিচারের কথা বললে, এতে একটি ৬.৫১-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। ফোনটি হয়তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। আবার গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি মেমরি সহ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আপকামিং Vivo Y16 স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এতে ১৮ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারতে ভিভো ওয়াই১৬ -এর সম্ভাব্য দাম (Vivo Y16 expected price in India)

ভারতে, ভিভো ওয়াই১৬ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে ১১,৪৯৯ টাকায় লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত জানিয়ে দিই যে, ১২,০০০ টাকার প্রাইজ রেঞ্জের অধীনে গোল্ডেন কালার অপশনের সাথে আসা এটিই প্রথম স্মার্টফোন হবে।

উল্লেখিত তথ্যাদি বাদে ভিভোর এই লেটেস্ট বাজেট স্মার্টফোনের ফিচার সম্পর্কে আপাতত আর কিছু জানা যায়নি। তবে লঞ্চের সময় যত ঘনিয়ে আসবে, ততই আমরা ফোনটির অন্যান্য বিশেষত্ব জানতে পারবো বলে আশা রাখছি।

Show Full Article
Next Story