Vivo Y17 ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর, এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

Vivo Y17 Funtouch OS 11 roll out: ২০১৯ এর শুরুতে লঞ্চ হয়েছিল Vivo Y17। ফোনটি তখন অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ফানটাচ ওএস ৯.০-এ চলতো। পরে…

Vivo Y17 Funtouch OS 11 roll out: ২০১৯ এর শুরুতে লঞ্চ হয়েছিল Vivo Y17। ফোনটি তখন অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ফানটাচ ওএস ৯.০-এ চলতো। পরে এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ বেসড ফানটাচ ওএস ১০ আপডেট আসে। এখন ভিভো ওয়াই ১৭ ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১ (Android 11 based Funtouch OS 11) আপডেট পৌঁছাতে শুরু করলো। আশা করা যায় এটাই এই ফোনের সবচেয়ে বড় আপডেট। কারণ ভিভো তাদের ফোনে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত Vivo Y17 কোম্পানির একমাত্র ফোন নয়, যেটি ২০১৯ এর প্রথম কোয়ার্টারে লঞ্চ হলেও ফানটাচ ওএস ১১ আপডেট পেয়েছে। এর আগে গত মার্চে Vivo Y12 ফোনেও এই আপডেট এসেছিল। এই ফোনটিও ২০১৯ এর শুরুতে বাজারে পা রেখেছিল।

PiunikaWeb এর রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই ১৭ ফোনটি গ্রেস্কেল টেস্টিংয়ে (greyscale testing) ফানটাচ ওএস আপডেট পাচ্ছে। অর্থাৎ প্রথমে কিছু সংখ্যক ইউজার এই আপডেট পাবে। যদিও এর ডাউনলোড সাইজ জানা যায়নি।

যারা জানেন না তাদের বলি, ভিভো-র গ্রেস্কেল টেস্টিং আসলে শাওমি এমআইইউআই স্টেবল বিটা আপডেটের মত। যেখানে প্রথমে কিছু সংখ্যক ইউজারের জন্য আপডেট রোল আউট করা হয়। যদি ওই সমস্ত ইউজার কোনো সমস্যার কথা না জানায়, তবে সবাই আপডেটটি পেতে শুরু করে। ফলে আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং নতুন আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে কয়েকদিন অপেক্ষা করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন