বাজেটের মধ্যে খাস ফিচার, Vivo Y19s বাজারে আসছে

Vivo তাদের নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে। সম্প্রতি এই ফোনকে IMEI ডেটাবেসে দেখা গেছে। এই ডিভাইসের...
techgup 19 Aug 2024 1:03 AM IST

Vivo তাদের নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে। সম্প্রতি এই ফোনকে IMEI ডেটাবেসে দেখা গেছে। এই ডিভাইসের নাম রাখা হবে Vivo Y19s। এটি Vivo Y18s এর উত্তরসূরি হিসেবে আসবে। আশা করা যায় আসন্ন এই ফোনে বেসিক ফিচার দেখা যাবে। আসুন Vivo Y19s সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Vivo Y19s ফোনকে দেখা গেল IMEI ডেটাবেসে

ভিভো তাদের সস্তা ওয়াই সিরিজের স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়। কারণ ডিভাইসটি V2419 মডেল নম্বর সহ IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে। তবে মডেল নম্বর ছাড়া এখান থেকে Vivo Y19s এর কোনো ফিচার সামনে আসেনি।

এদিকে ভিভোর তরফে এখনও নয়া এই ফোনের বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আশা করা যায়, শীঘ্রই একে আরও বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে। আর এই সাইটগুলি থেকে আরও বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসবে। আর এর স্পেসিফিকেশন Vivo Y18s এর তুলনায় কিছুটা উন্নত হবে।

জানিয়ে রাখি, Vivo Y18s ফোনে আছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ সহ এসেছিল। ফটোগ্রাফির জন্য এর রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত, যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 5,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story