দাম বাড়লো Vivo Y1s ও Vivo Y12s এর, জানুন এখন কিনতে কত লাগবে

সাধারণত কোনো স্মার্টফোন লঞ্চ হওয়ার কয়েক মাস পর, সেটি লঞ্চ প্রাইসের থেকে কম দামে বিক্রি হয়। কিন্তু এই রীতির বিপরীতে হেঁটে এবার নিজের দুটি বাজেট…

সাধারণত কোনো স্মার্টফোন লঞ্চ হওয়ার কয়েক মাস পর, সেটি লঞ্চ প্রাইসের থেকে কম দামে বিক্রি হয়। কিন্তু এই রীতির বিপরীতে হেঁটে এবার নিজের দুটি বাজেট স্মার্টফোনের দাম বাড়িয়ে বসল চীনা হ্যান্ডসেট নির্মাতা Vivo। সংস্থাটি গত নভেম্বরে চালু হওয়া Vivo Y1s (ভিভো ওয়াই ১ এস) এবং এই বছরের শুরুতে বাজারে আসা Vivo Y12s (ভিভো ওয়াই ১২ এস) দাম বাড়িয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির পাশাপাশি Vivo তার Y1s-এর একটি নতুন ভ্যারিয়েন্টও নিয়ে এসেছে।

Vivo Y1s ও Vivo Y12s এর নতুন দাম

বলে রাখি, অপেক্ষাকৃত সস্তা Vivo Y1s ফোনটি একক স্টোরেজ (২ জিবি + ৩২ জিবি) ভ্যারিয়েন্টসহ লঞ্চ হয়েছিল; আত্মপ্রকাশের সময় এটির দাম ছিল ৭,৯৯০ টাকা। কিন্তু লঞ্চের সাতমাস পর এখন, এটির দাম ৫০০ টাকা বেড়েছে, যার ফলে ফোনটি কিনতে এবার থেকে ৮,৪৯০ টাকা লাগবে। অতিরিক্তভাবে, এই Vivo ফোনটির ৩ জিবি + ৩২ জিবির একটি নতুন স্টোরেজ সংস্করণ এসেছে, যার দাম ধার্য করা হয়েছে ৯,৪৯০ টাকা।

অন্যদিকে, Vivo Y12s জানুয়ারীতে ৯,৯৯০ টাকায় লঞ্চ হলেও, এখন এটির দাম ৫০০ টাকা বেড়েছে। আর এই মূল্য বৃদ্ধির জেরে একক স্টোরেজ অপশনযুক্ত (৩ জিবি + ৩২ জিবি) হ্যান্ডসেটটির বর্তমান দাম হয়েছে ১০,৪৯০ টাকা। এই দুটি এন্ট্রি-লেভেলের Vivo স্মার্টফোন আজ থেকেই নতুন দামে ভারতের অনলাইন স্টোর এবং অফলাইনে রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। অতএব, আগ্রহীরা চাইলেই এগুলির মধ্যে যেকোনো একটি ফোন কিনতে পারবেন, কিন্তু তার জন্য ক্রেতাদের অতিরিক্ত ৫০০ টাকা ব্যয় করতে হবে।

উল্লেখ্য, ফোনের দাম বাড়ানোর ঘটনা যে এই প্রথমবার পরিলক্ষিত হল এমন নয়। গতবছর একইভাবে Xiaomi তার Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max-এর দাম বাড়িয়েছিল। এমনকি এবছরও Redmi Note 10 Pro এর ৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য বেড়েছে। এই একই পথে হেঁটেছে Realme, Samsung, Oppo-র মত ব্র্যান্ডও।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন