Vivo Y21, Vivo Y21e এখন আরও সস্তা, পাওয়া যাবে ৫০০ টাকা কমে

গতবছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Vivo Y21। এই ফোনটির আগমনের পরমুহূর্তে Vivo তাদের Y-সিরিজের অধীনে Vivo Y21T, Y21e, Y21A,...
techgup 4 May 2022 12:47 PM IST

গতবছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Vivo Y21। এই ফোনটির আগমনের পরমুহূর্তে Vivo তাদের Y-সিরিজের অধীনে Vivo Y21T, Y21e, Y21A, এবং Y21G নামের চারটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছিল। যার মধ্যে এখন Vivo Y21 এবং Y21e স্মার্টফোন-দ্বয়ের মূল্যহ্রাসের খবর সামনে এসেছে। মুম্বাই-ভিত্তিক মহেশ টেলিকম জানিয়েছেন, উক্ত দুটি ফোনকে ৫০০ টাকা কমে উপলব্ধ করা হবে। অর্থাৎ Vivo-র এই হ্যান্ডসেট দুটিকে পাকাপাকি ভাবে আরও সস্তায় পাওয়া যাবে এখন থেকে। সেক্ষেত্রে এই সাম্প্রতিক 'প্রাইজ কাট' এর পর Vivo Y21 স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য কমে ১৩,৪৯৯ টাকা এবং Vivo Y21e স্মার্টফোনের বিক্রয় মূল্য হ্রাস পেয়ে ১২,৪৯৯ টাকা হয়ে গেছে। আসুন আলোচ্য দুটি স্মার্টফোনের নতুন দামের বিশদ জেনে নেওয়া যাক এবার।

Vivo Y21, Vivo Y21e এর নতুন দাম

ভিভো ওয়াই২১ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছিল। ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনকে যথাক্রমে ১৩,৯৯০ টাকায় এবং ১৫,৪৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে লেটেস্ট প্রাইজ কাটের পর ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম এখন ১৩,৪৯০ টাকা হয়ে গেছে। আর টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকায় নেমে এসেছে।

অন্যদিকে, ভিভো ওয়াই২১ই স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১২,৯৯০ টাকা ধার্য করা হয়েছিল লঞ্চের সময়ে। কিন্তু ৫০০ টাকা মূল্যহ্রাসের পর উক্ত মডেলটিকে ১২,৪৯০ টাকায় পাওয়া যাবে।

প্রসঙ্গত, শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ ভিভো ওয়াই২১ ফোনটির 'প্রাইজ লিস্ট' এখনও আপডেট করা হয়নি। কিন্তু ভিভো ওয়াই২১ই মডেলটিকে ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সংশোধিত মূল্যের সাথে উপলব্ধ করা হয়েছে।

Vivo Y21 Vivo Y21e

তদুপরি, উপরে দেওয়া পোস্টার অনুসারে, ভিভো, তাদের ভারতীয় গ্রাহকবেসের জন্য ভিভো ওয়াই২১ এবং ভিভো ওয়াই২১এ (Vivo Y21A) স্মার্টফোনকে একটি বিশেষ অফারের সাথে উপলব্ধ করার ঘোষণা করেছে। সেক্ষেত্রে, ওয়ান কার্ড হোল্ডাররা আগামী ১০ই মে পর্যন্ত আলোচ্য দুটি স্মার্টফোনের সাথেই ১,০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Vivo Y21 এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২১ ফোনে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও ও ৯০.৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ওয়াই-সিরিজের এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। এই ফোনে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আবার এতে অতিরিক্ত ভাবে ১ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে।

ক্যামেরা ফ্রন্টের সম্পর্কে বললে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল Vivo Y21 ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল এআই সুপার ম্যাক্রো সেন্সর। এই রিয়ার ক্যামেরাগুলি পার্সোনালাইজড পোট্রেট মোড, সুপার এইচডিআর, ফেস বিউটি, ফিল্টার মোড সহ এসেছে। একই সাথে ডিসপ্লের উপরিভাগে দেখা যাবে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা এআই বিউটিফিকেশন মোড সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y21 স্মার্টফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo Y21e এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ভিভো ওয়াই২১ই স্মার্টফোনে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে আই প্রোটেকশন ফিচার সহ এসেছে, যা ক্ষতিকারক ব্লু লাইট নির্গমনের পরিমাণ কমাতে সাহায্য করবে। উন্নত পারফরম্যান্সের জন্য, এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে এতে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম পাওয়া যাবে। পূর্ববর্তী মডেলের মতো এই ডিভাইসেও ভার্চুয়াল র‍্যামের সুবিধা উপলব্ধ থাকছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Vivo Y21e ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। তদুপরি, ভিভোর এই ফোনের একটি উল্লেখযোগ্য ফিচার হল মাল্টি টার্বো ৫.০, যা ডেটা কানেকশন, সিস্টেম প্রসেসরের গতি, এবং ব্যাটারির পাওয়ার সেভিং ক্ষমতাকে আরও উন্নীত করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y21e ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে রিভার্স চার্জিংয়ের সুবিধাও বর্তমান, যা ফোনে কেবল সংযুক্ত করার মাধ্যমে স্মার্টওয়াচ এবং ইয়ারফোনের মতো গ্যাজেটকে চার্জ করার সুবিধা প্রদান করবে।

Show Full Article
Next Story