Vivo Y33T, Vivo Y33s ফোনের দাম কমলো হাজার টাকা, নতুন দাম কত হল দেখে নিন
Vivo তাদের অন্যতম দুটি জনপ্রিয় স্মার্টফোন মডেল Vivo Y33T এবং Y33s -এর দাম কমালো। উল্লেখিত ফোন-দ্বয়ের বিক্রয় মূল্য...Vivo তাদের অন্যতম দুটি জনপ্রিয় স্মার্টফোন মডেল Vivo Y33T এবং Y33s -এর দাম কমালো। উল্লেখিত ফোন-দ্বয়ের বিক্রয় মূল্য একধাক্কায় পুরো ১,০০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এই অগ্নিমূল্যের বাজারে মোবাইল দুটির মূল্য হ্রাসের খবর পেয়ে বহু স্মার্টফোন ক্রেতাই খানিকটা হলে স্বস্তি অনুভব করবেন। অফলাইন এবং অনলাইন উভয় বাজারেই Y-series অন্তর্গত হ্যান্ডসেট দুটির MOP বা 'মার্কেট অপারেটিং প্রাইজ' কমানো হয়েছে। প্রসঙ্গত, Vivo Y33T এবং Y33s হ্যান্ডসেট দুটি প্রায় অনুরূপ ফিচার এবং সামান্য দামের পার্থক্য সহ লঞ্চ হয়েছিল। তবে, প্রাইজ কাটের পর, উল্লেখিত ফোনগুলির বিক্রয় মূল্য এখন এক সমান হয়ে গেছে। চলুন এবার ২০২১ সালে লঞ্চ হওয়া Vivo Y33s এবং ২০২২ সালে আত্মপ্রকাশ করা Vivo Y33T স্মার্টফোনের নতুন দাম জেনে নেওয়া যাক।
Vivo Y33T, Y33s স্মার্টফোনের নতুন দাম
চলতি বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করা ভিভো ওয়াই৩৩টি স্মার্টফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টকে তৎকালীন সময়ে ১৮,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে প্রাইজ কাটের দরুন এটিকে এখন ১,০০০ টাকা কমে অর্থাৎ ১৭,৯৯০ টাকায় পাওয়া যাবে।
একইভাবে, ২০২১ সালের আগস্ট মাসে, ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনকে ১৭,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে, লঞ্চের দু'মাস যেতে না যেতেই অর্থাৎ অক্টোবরে ফোনটির দাম ১,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। যারপর, এযাবৎ উক্ত মডেলটিকে ১৮,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছিলো। তবে সদ্য ঘোষিত মূল্য হ্রাসের সাথে, ভিভো ওয়াই২২এস ফোনটির দাম পুনরায় ১৭,৯৯০ টাকায় নেমে এসেছে।
জানিয়ে রাখি, ১৯শে এপ্রিল অর্থাৎ আজ থেকেই এই প্রাইজ কাট কার্যকর করা হবে। ইতিমধ্যেই ফোন দুটি নতুন মূল্যে ই-কমার্স সাইট Amazon (Vivo Y33T) এবং Flipkart (Vivo Y33s) থেকে কেনা যাবে।
Vivo Y33T স্মার্টফোনের স্পেসিফিকেশন
ডুয়েল-সিমের ভিভো ওয়াই৩৩টি স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইন-সেল ডিসপ্লে। উন্নত পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। সাথে ৪ জিবি ভার্চুয়ালি র্যামের সাপোর্টও পাওয়া যাবে। আর, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Vivo Y33T ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ভিভোর এই ফোনে, এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
এই ফোনের কানেক্টিভিটি অপশনের শামিল রয়েছে, 4G LET, ওয়াইফাই, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস/ এ-জিপিএস, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ওয়াই৩৩টি ফোনে আছে ৫,০০০ এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Vivo Y33s স্মার্টফোনের স্পেসিফিকেশন
ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৬%। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি মেমরি উপলব্ধ। পাশাপাশি অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্টও পাওয়া যাবে। আর, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Vivo Y33s ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (অ্যাপারচার : এফ/২.৪), ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (অ্যাপারচার : এফ/২.৪)। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ভিভোর এই ডুয়েল সিমের ফোনে, ডুয়েল ওয়াই-ফাই ব্যান্ড, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট উপস্থিত। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার বর্তমান। Vivo Y33s, ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।