সস্তা ফোনের চাহিদা তুঙ্গে, Vivo Y36 5G একের পর এক নতুন দেশে লঞ্চ হচ্ছে, দেখে নিন ফিচার

ভিভো (Vivo) গত মাসে ইন্দোনেশিয়ায় Vivo Y36 সিরিজ লঞ্চ করে। এই লাইনআপে Y36 4G এবং 5G মডেলগুলি অন্তর্ভুক্ত ছিল। এরমধ্যে আজ মালয়েশিয়ার বাজারে 5G ভ্যারিয়েন্টটি…

ভিভো (Vivo) গত মাসে ইন্দোনেশিয়ায় Vivo Y36 সিরিজ লঞ্চ করে। এই লাইনআপে Y36 4G এবং 5G মডেলগুলি অন্তর্ভুক্ত ছিল। এরমধ্যে আজ মালয়েশিয়ার বাজারে 5G ভ্যারিয়েন্টটি আত্মপ্রকাশ করেছে। বর্তমানে কোম্পানি ফোনটিকে অন্যান্য বাজারেও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন, ডিভাইসটিকে সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা সেদেশে ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন এই সার্টিফিকেশন থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo Y36 5G পেল TDRA-এর অনুমোদন

ভিভো ওয়াই৩৬ ৫জি V2248 মডেল নম্বর সহ টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিট্যাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনটি নির্দেশ করে যে, ভিভোর এই নয়া ফোনটি শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের বাজারে লঞ্চ হবে। স্মার্টফোনটি তার ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান সংস্করণগুলির মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ওয়াই৩৬ ৫জি-এর মূল্য এবং লভ্যতা সম্পর্কে আরও বিশদ তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় উপলব্ধ ভিভো ওয়াই৩৬ ৫জি-তে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৪৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে উপস্থিত রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এর পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। এছাড়াও, Vivo Y36 5G-এর ডুয়েল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান।

পারফরম্যান্সের জন্য, Vivo Y36 5G ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র‍্যামের সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি অফার করে। ফোনটিতে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo Y36 5G ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভিভোর এই হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। দামের কথা বললে মালয়েশিয়ায়, Vivo Y36 5G-এর মূল্য ১,০৯৯ রিঙ্গিত (প্রায় ১৯,৬০০ টাকা) রাখা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন