Vivo Y53s দু’দিন পরেই ভারতে লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরার এই ফোনের দাম জেনে নিন

জুলাইয়ে ভিয়েতনামে লঞ্চ হওয়া Vivo Y53s স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে শোনা গিয়েছিল। সম্প্রতি ভারতে Vivo Y53s-এর দাম লিক হওয়ার ঘটনা সেই জল্পনা আরও…

জুলাইয়ে ভিয়েতনামে লঞ্চ হওয়া Vivo Y53s স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে শোনা গিয়েছিল। সম্প্রতি ভারতে Vivo Y53s-এর দাম লিক হওয়ার ঘটনা সেই জল্পনা আরও তীব্র করে। এবার আনঅফিসিয়াল সূত্র থেকে জানা গিয়েছে যে, ভারতে সামনের সপ্তাহে Vivo Y53s লঞ্চ হতে চলেছে। এই ফোনটি মিড রেঞ্জে আসবে এবং এতে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর।

Vivo Y53s লঞ্চের তারিখ

মানিকন্ট্রোলের রিপোর্টে বলা হয়েছে, ভারতে ৯ আগস্ট ভিভো ওয়াই৫৩ এস লঞ্চ হচ্ছে। তবে লঞ্চ হতে যেখানে মাত্র আর দিন তিনেকের কম সময় বাকি, সেখানে ভিভোর নিরবতা আশ্চর্যের। যাইহোক ভিভো ওয়াই৫৩ এস-এর যা স্পেসিফিকেশন, তাতে প্রতিযোগিতায় বেশ পিছিয়ে থেকেই ভারতে আসছে ফোনটি। আর সেটা উপলব্ধি করে ভিভো ফোনটি ভারতে নিঃশব্দে লঞ্চ করবে বলে মনে হচ্ছে।

Vivo Y53s দাম ও কালার অপশন

আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ভারতে ভিভো ওয়াই ৫৩ এস এর ম্যাক্সিমাম রিটেল প্রাইস (এমআরপি) ২২,৯৯০ টাকা রাখা হতে পারে। তবে ফোনটি ১৯,৯৯০ টাকায় বিক্রি হবে। এই মূল্য ধার্য হবে ফোনটির ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের। ডিপ ব্লু সি ও ফ্যান্টাস্টিক রেনবো কালারে ভিভো ওয়াই ৫৩ এস বেছে নেওয়া যাবে।

Vivo Y53s এর স্পেসিফিকেশন ও ফিচার

আগেই ভিয়েতনামে লঞ্চ হওয়ায় ভিভো ওয়াই ৫৩ এস-এর খুঁটিনাটি সম্পর্কে আমরা ওয়াকিবহল। এই ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত। ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।

ফটোগ্রাফির জন্য Vivo Y53s -এর পিছনে আছে তিনটি ক্যামেরা – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন