ভারতে আসছে Vivo Y73, টিজার শেয়ার করে জানালো কোম্পানি, জেনে নিন দাম

চলতি সপ্তাহের শুরুতেই আমরা জানতে পেরেছিলাম যে, জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি Vivo Y73…

চলতি সপ্তাহের শুরুতেই আমরা জানতে পেরেছিলাম যে, জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি Vivo Y73 নামে আসবে। যদিও কোম্পানির তরফে ফোনটির বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে আজ সংস্থার ভারতীয় শাখার ডিরেক্টর নিপুন মারয়া (Nipun Marya) টুইটারে আসন্ন স্মার্টফোনটির ছবি শেয়ার করেছেন। ফলে ফোনটি যে দ্রুত ভারতে পা রাখবে তা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি সামনে আসা ছবি দেখে মনে হচ্ছে, Vivo Y73 ফোনে Vivo V21 সিরিজের অনুরূপ ডিজাইন থাকবে। আবার এর পিছনে দেখা যাবে আয়তক্ষেত্রাকার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন ফোনটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y73-এর স্পেসিফিকেশন:

টিপস্টার যোগেশ জানিয়েছেন, আসন্ন Vivo Y73 স্মার্টফোনে 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ 6.44-ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে, যেখানে ডিসপ্লেটি HDR 10 সমর্থন করবে এবং ডিসপ্লের মধ্যে দেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়াও ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লে প্যানেলে ওয়াটার-ড্রপ নচ ডিজাইন দেখা যাবে।

এছাড়া Vivo Y73 ফোনটিতে 12nm (১২ ন্যানোমিটার) ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় নির্মিত অক্টাকোর MediaTek Helio G95 SoC ব্যবহার করা হবে। আবার ফোনটি 8GB র‌্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে Vivo-র এক্সটেন্ডেড র‌্যাম ফিচার থাকবে, যার ফলে ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে এটি 3GB ভার্চুয়াল র‌্যাম সরবরাহ করবে। ফোনটি Android 11 ভিত্তিক Funtouch OS 11 কাস্টম ওএস-এ চলবে।

টিপস্টার আরও বলেছেন, ফোনটি 33W ফাস্ট-চার্জিং সমর্থন সহ আসবে এবং এতে 4,000mAh ব্যাটারি পাওয়া যাবে। অন্যদিকে, ফটোগ্রাফির জন্য সম্ভবত এতে 64mp প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যেখানে ডেপ্থ এবং ম্যাক্রো সেন্সর হিসেবে থাকবে দুটি 2mp সেন্সর। একইভাবে সেলফি বা ভিডিও কলের জন্য এতে 16mp ফ্রন্ট ক্যামেরার বিকল্প বিদ্যমান হতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, Y73-এর পরিমাপ এবং ওজন হবে যথাক্রমে 161.24×74.37×7.38mm ও 170 গ্রাম। দামের ক্ষেত্রে গুঞ্জন রয়েছে এটির মূল্য 20,999 টাকার কাছাকাছি হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন