পরিষ্কার কথা শোনা যায়, ভয়েস কলের বিচারে Jio, Airtel, Vi কে হারাল Vodafone Idea

Jio বা Airtel নয়, চলতি সময়ে গ্রাহকদের সবচেয়ে সেরা গুণমানসম্পন্ন ভয়েস কলিং পরিষেবা প্রদান করেছে ভিআই (Vi)। সদ্য টেলিকম...
SUPARNAMAN 20 Jun 2022 2:58 PM IST

Jio বা Airtel নয়, চলতি সময়ে গ্রাহকদের সবচেয়ে সেরা গুণমানসম্পন্ন ভয়েস কলিং পরিষেবা প্রদান করেছে ভিআই (Vi)। সদ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI -এর তরফ থেকে প্রকাশ্যে আনা মে মাসের রিপোর্টে উপযুক্ত পরিসংখ্যানের সাথে ভোডাফোন আইডিয়া বা Vi -এর এই সাফল্য তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে জরুরি তথ্য সংগ্রহের জন্য ট্রাই নিজেদের MyCall পোর্টালের ওপরে নির্ভর করেছে।

2G, 3G হোক বা 4G - সর্বোচ্চ কোয়ালিটির ভয়েস কলিং পরিষেবার নিরিখে Reliance Jio ও Airtel -এর তুলনায় এগিয়ে Vi

আজ্ঞে হ্যাঁ, একক হোক বা সামগ্রিক - 2G, 3G এবং 4G, তিন ধরনের মাধ্যমেই ভয়েস কলিং কোয়ালিটিতে সেরার সেরা ভিআই! এখানে একক বলতে আমরা আলাদা করে 2G/3G/4G ব্যবস্থার কথা বলছি। আবার সামগ্রিক বলতে একইসাথে 2G, 3G ও 4G নেটওয়ার্কের কথা বোঝানো হচ্ছে।

ট্রাই কর্তৃক ভাগ করে নেওয়া তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে 2G, 3G ও 4G তিন ব্যবস্থার ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া (Vi) উল্লিখিত MyCall পোর্টালের তরফ থেকে ফাটাফাটি রেটিং পেয়েছে। এক্ষেত্রে ইন্ডোর কলিংয়ের জন্য ভিআই ৫ -এর মধ্যে ৩.৯, আউটডোর কলিংয়ের জন্য ৩.৫ এবং ভ্রমণাবস্থায় ৪.৬ রেটিং লাভ করেছে, যা জিও, এয়ারটেলের তুলনায় অপেক্ষাকৃত বেশি।

অন্যদিকে, শুধুমাত্র 4G নেটওয়ার্কের কথা ধরলে আলোচ্য টেলকো ইন্ডোর কলিংয়ের জন্য ৪.৫, আউটডোর কলিংয়ের জন্য ৩.৭ এবং এক স্থান থেকে অন্যত্র গমনের সময় ৪.৭ রেটিং লাভ করেছে। ফলে কেবলমাত্র একক 4G ব্যবস্থায় সংস্থা সার্বিকভাবে ৪.৪ রেটিং সংগ্রহ করতে সমর্থ হয়েছে। এভাবে এক্ষেত্রেও তারা ধরাশায়ী করেছে Airtel ও Jio -কে।

উল্লেখ্য, স্পিড টেস্টার ওকলা (Ookla) -ও জানিয়েছে যে বর্তমানে ভারতের সবথেকে দ্রুততম 4G পরিষেবা সরবরাহকারী সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi)। বিশেষত যদি আপলোড স্পিডের প্রসঙ্গ বিচার করা যায় তাহলে Vi, জিও এবং এয়ারটেলকে যথেষ্ট পেছনে ফেলেছে। এর পাশাপাশি সকলের চেয়ে সেরা ভয়েস কলিং কোয়ালিটি প্রদান করে আলোচ্য সংস্থা যে অসংখ্য অনুরাগী ছাড়াও ইনভেস্টরদেরও বেশ তাক লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Show Full Article
Next Story