Vi-এর পোস্টপেইড গ্রাহক? এই প্ল্যানগুলির রিচার্জে গোটা পরিবার পাবে ধামাকাদার বেনিফিট

এমনিতে বাজারে প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির ব্যবহার বেশি হলেও, বর্তমান সময়ে পোস্টপেইড প্ল্যানেও গ্রাহকরা প্রচুর সুবিধা...
Anwesha Nandi 21 July 2022 4:17 PM IST

এমনিতে বাজারে প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির ব্যবহার বেশি হলেও, বর্তমান সময়ে পোস্টপেইড প্ল্যানেও গ্রাহকরা প্রচুর সুবিধা উপভোগ করতে পারছেন। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, প্রিপেইডের থেকে পোস্টপেইড কানেকশনেই বেশি বেনিফিট মিলছে। সেক্ষেত্রে যদি আপনি Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর পোস্টপেইড গ্রাহক হন এবং বর্তমানে রিচার্জের জন্য সেরা কোনো প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে থাকছে তিন-তিনটি বিকল্পের হদিশ। এই প্ল্যান তিনটিতে ফ্রি কলিং, নির্দিষ্ট পরিমাণ ডেটা এবং এসএমএসের পাশাপাশি OTT (ওটিটি) প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন বা এক্সট্রা কানেকশনের মত সুবিধা পাবেন। আসুন, এখন Vodafone Idea-র এই প্ল্যানগুলির সুবিধা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৬৯৯ টাকার Vi পোস্টপেইড প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা দুটি কানেকশন পাবেন, যার মধ্যে একটি নম্বরের জন্য খরচ করলে অপরটি ফ্রি-তে ব্যবহার করা যাবে। সুবিধা বলতে দুটি নম্বরেই ৪০ জিবি ডেটা, ২০০ জিবি ডেটা রোলওভার (সপ্তাহান্তে রোজকার বেঁচে থাকা ডেটা ব্যবহারের সুবিধা), আনলিমিটেড কল এবং মাসে ৩,০০০টি এসএমএসের সুবিধা পাবেন। সাথে থাকবে Hungama Music-এ ৬ মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন (বিজ্ঞাপন ছাড়া) ও Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস। এছাড়া প্রাইমারী নম্বরে Vi App-এর মাধ্যমে Zee5 Premium-এর সিনেমা বিনামূল্যে দেখা যাবে।

১,৬৯৯ টাকার Vi পোস্টপেইড প্ল্যান

সংস্থার 'রেডএক্স' (REDX) ক্যাটেগরির এই প্ল্যানে মোট তিনটি কানেকশন পাওয়া যায়; আর প্রতিটি কানেকশনেই মেলে আনলিমিটেড কলিং, আনলিমিটেড ডেটা এবং মাসে ৩,০০০টি এসএমএস করার বেনিফিট। তবে এক্ষেত্রে প্রাইমারী নম্বরে Netflix, Amazon Prime ও Disney+Hotstar প্ল্যাটফর্ম এবং Zee5 Premium-এর ফ্রি সাবস্ক্রিপশনের অপশন উপলব্ধ, যেখানে সমস্ত কানেকশনে Hungama Music-এ ৬ মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন (বিজ্ঞাপন ছাড়া) ও Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেসের সুবিধা থাকবে।

২,২৯৯ টাকার Vi পোস্টপেইড প্ল্যান

এই প্ল্যানটিও 'রেডএক্স' লেবেলসহ আসে এবং এটিতে মোট পাঁচটি কানেকশন ব্যবহার করা যায়। এক্ষেত্রে প্রতিটি কানেকশনেই এবং প্রাইমারী নম্বরে ১,৬৯৯ টাকার প্ল্যানের সমতুল্য সমস্ত বেনিফিট পাওয়া যায়। অতিরিক্ত বলতে, এতে ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক এয়ারপোর্ট লঞ্জের ফ্রি অ্যাক্সেস মেলে।

Show Full Article
Next Story