সুদিন ফেরাতে Vodafone Idea-য় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে Amazon

লগ্নিকারী হিসেবে এবার কি তবে ভারতের ৩য় বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী Vodafone Idea বা Vi -এর পাশে দাঁড়াতে চলেছে...
SUPARNAMAN 31 May 2022 2:40 PM IST

লগ্নিকারী হিসেবে এবার কি তবে ভারতের ৩য় বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী Vodafone Idea বা Vi -এর পাশে দাঁড়াতে চলেছে মার্কিনি ধনকুবের জেফ বেজোস অধিকৃত অ্যামাজন (Amazon)? দেশীয় টেলিকম সেক্টর সম্প্রতি এহেন জল্পনাতেই বুঁদ হয়ে আছে। সংবাদ সংস্থা The Ken জানিয়েছে, অতি শীঘ্রই ভোডাফোন আইডিয়ায় লগ্নি করতে চলেছে অ্যামাজন। অনুমান করা হচ্ছে উক্ত লগ্নির পরিমাণ ২০,০০০ কোটি টাকা হতে পারে। প্রসঙ্গত মনে করিয়ে দিই, কিছুদিন আগেই Vi কর্তা রবিন্দর টক্কর বাইরের কোনও লগ্নিকারির তরফ থেকে ভোডাফোন আইডিয়ায় (Vi) প্রায় ২০,০০০ কোটি টাকা বিনিয়োগের কথা উল্লেখ করেন। অনেকেরই দাবি, এই বিনিয়োগকারী Amazon ছাড়া অন্য কেউ নয়।

উল্লেখ্য, জল্পনা সত্যি হলে অ্যামাজন এই প্রথম ভারতীয় টেলিকম ক্ষেত্রে লগ্নিকারি হিসেবে পদার্পণ করবে। এতদিন তারা কেবলমাত্র অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে টেলকোগুলির কাছে নানান সফটওয়্যার সলিউশন পৌঁছে দিত। অর্থাৎ এক্ষেত্রে কিছুটা পরোক্ষ ভূমিকা থাকলেও দেশীয় টেলিকম সেক্টরে অ্যামাজন এযাবৎ কখনও বিনিয়োগকারী বা মালিক হিসেবে আত্মপ্রকাশ করেনি। যদিও ভোডাফোন আইডিয়ায় বিনিয়োগ করলে আগামীদিনে তাদের নতুন ভূমিকায় দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একমাত্র টেলিকম অপারেটর রূপে মার্কিন টেক-জায়ান্টদের সাহায্য-বঞ্চিত Vi

আজ্ঞে হ্যাঁ, ইতিপূর্বে Airtel ও Jio বাইরের লগ্নিকারি হিসেবে Google, Facebook -এর মতো মার্কিনী সংস্থাদের সহায়তা লাভ করেছে। সেদিক থেকে দেখতে হলে ভিআই বরাবরের মতো মার্কিন টেক-জায়ান্টদের সাহায্য-বঞ্চিত। অন্যদিকে বর্তমানে আবার অ্যামাজনই প্রধান সারির একমাত্র মার্কিন টেক-জায়ান্ট, ভারতীয় টেলিকম ক্ষেত্রে যাদের কোনও বিনিয়োগ নেই। অর্থাৎ উক্ত বিপুল অঙ্ক লগ্নির ফলে Vi -এর পাশাপাশি তারাও বেশ উপকৃত হতে পারে।

সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আর অল্প কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক 5G চালুর উদ্দেশ্যে আবশ্যক স্পেক্‌ট্রাম নিলামের আয়োজন করতে পারে। সেখানে অংশ নিতে হলে Vi -কে অতি দ্রুত আর্থিক দুর্গতি থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া ভালো পরিষেবা প্রদানের জন্য সংস্থাটির ক্যাপেক্স স্তর উন্নয়নের প্রয়োজন রয়েছে। এজন্য দরকার মোটা অঙ্কের অর্থ লগ্নি। Amazon পাশে দাঁড়ালে ভোডাফোন আইডিয়ার (Vi) শেষোক্ত বিনিয়োগের চাহিদা খুব সহজেই মিটবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story