নম্বর পোর্টের সুবিধা সহ Vodafone Idea -র সবচেয়ে সস্তা প্ল্যানগুলি দেখে নিন, রয়েছে আরও সুবিধা
রিচার্জ ট্যারিফের ক্রমাগত মূল্যবৃদ্ধির দ্বারা Reliance Jio, Airtel -এর মতো টেলিকম গোষ্ঠীগুলি যখন নিজেদের ARPU অর্থাৎ...রিচার্জ ট্যারিফের ক্রমাগত মূল্যবৃদ্ধির দ্বারা Reliance Jio, Airtel -এর মতো টেলিকম গোষ্ঠীগুলি যখন নিজেদের ARPU অর্থাৎ গ্রাহক পিছু গড় আয়ের সীমা উন্নত করতে সচেষ্ট, ঠিক সেসময় তুলনামূলক কম ব্যয়ে অভ্যস্ত গ্রাহকদের ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে Vodafone Idea বা ভিআই (Vi)। বর্তমানে দেশীয় বাজারে এই অলাভজনক টেলকোর তেমন কিছু প্ল্যান মজুত রয়েছে যারা সস্তায় পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট উপযোগী। বিশেষত সেকেন্ডারি সিম কার্ড ব্যবহারকারীরা এদের বেছে নিয়ে সবদিক থেকেই খুব উপকৃত হতে পারেন। আলোচ্য প্রতিবেদনে আমরা Vi -এর এমনই তিনটি সস্তা অথচ সুবিধাজনক প্রিপেইড প্ল্যানের কথা আলোচনা করবো।
এক্ষেত্রে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অালোচনা সেরে নেওয়া যেতে পারে। লক্ষ্য করলে দেখা যাবে বিভিন্ন টেলকোর সাশ্রয়ী প্রিপেইড প্ল্যানগুলি অনেক সময় কোনোরূপ এসএমএস (SMS) সুবিধা ছাড়াই বাজারে আনা হয়। এর পেছনে টেলকোদের একটি দুরভিসন্ধি ক্রিয়া করে। এসএমএস সুবিধা ছাড়া আগত কোনো প্ল্যান বেছে নিলে গ্রাহক পরিষেবার দিক থেকে যেমন বঞ্চিত হন, তেমনি নম্বর পোর্টেবিলিটির আবেদন পাঠাতে ব্যর্থ হন। অর্থাৎ সেক্ষেত্রে তিনি অনিচ্ছা সত্ত্বেও তার বিদ্যমান নম্বর ব্যবহারে বাধ্য থাকেন। কিন্তু ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi) -এর নিচের প্ল্যানগুলি বেছে নিলে ইউজারদের এই সমস্যার মুখে পড়তে হয়না। কারণ এই প্ল্যানগুলি কোনওরকম এসএমএস সুবিধা প্রদান না করলেও রিচার্জকারীরা এর সঙ্গে নম্বর পোর্টেবিলিটির এসএমএস প্রেরণের ছাড়পত্র লাভ করবেন যা প্রকৃত অর্থেই খুব সুবিধাজনক অফার।
১২০ টাকার কম দামে বাজারে উপলব্ধ Vi -এর তিনটি সুবিধাজনক প্রিপেইড প্ল্যান
এই তালিকায় হাজির সবথেকে কম দামের ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যানের জন্য গ্রাহকদের ৯৯ টাকা খরচ করতে হবে। এর বিনিময়ে তারা পুরো ২০০ এমবি (MB) ডেটা খরচের ছাড় পেয়ে যাবেন। তাছাড়া ২৮ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান মোট ৯৯ টাকার টকটাইম প্রদান করবে। প্ল্যানটি বেছে নিলে ভয়েস কলিংয়ের জন্য ইউজারদের সেকেন্ড প্রতি ২.৫ পয়সা খরচ করতে হবে।
এরপর রয়েছে ১০৭ টাকার ভিআই রিচার্জ প্ল্যান। এর সাথেও গ্রাহকেরা সর্বমোট ২০০ এমবি ডেটা খরচের সুযোগ লাভ করবেন। তাছাড়া এটি ১০৭ টাকার টকটাইম প্রদান করবে। এক্ষেত্রে কলিংয়ের জন্য গ্রাহকের খরচ হবে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা। ১০৭ টাকার Vi প্রিপেইড প্ল্যান ৩০ দিনের বৈধতা সহ আগত।
পরিশেষে ১১১ টাকার ভিআই (Vi) প্ল্যানের কথা বলবো। সমগ্র মাস বা ৩১ দিনের ভ্যালিডিটি সহ উপস্থিত এই প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা পুরো ১১১ টাকার টকটাইম লাভ করবেন। একইসাথে প্ল্যানটি ২০০ এমবি ডেটা খরচের স্বাধীনতা প্রদান করবে।