Vodafone Idea (Vi) এই শহরে চালু করছে 5G, গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে মেসেজ
ভারতে খুব শীঘ্রই (পড়ুন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই) লঞ্চ হতে চলেছে সুপারফাস্ট 5G (৫জি) পরিষেবা। ইতিমধ্যেই বেশ কয়েকটি...ভারতে খুব শীঘ্রই (পড়ুন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই) লঞ্চ হতে চলেছে সুপারফাস্ট 5G (৫জি) পরিষেবা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, দেশের শীর্ষস্থানীয় দুই টেলিকম অপারেটর Reliance Jio (রিলায়েন্স জিও) ও Bharati Airtel (ভারতী এয়ারটেল) এই মাসের শেষের দিকে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস চালু করতে পারে। তবে এক্ষেত্রে Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-ও কিন্তু মোটেই পিছিয়ে নেই, এই মুহূর্তে দেশের তৃতীয় টেলিকম সংস্থাটি খুব শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করার জন্য জোরকদমে কাজ চালাচ্ছে এবং তার জেরেই আর কিছুদিনের মধ্যেই Vi গ্রাহকরা দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিসের মজা উপভোগ করতে সক্ষম হবেন বলে আশা করা যেতে পারে। এমনকি হালফিলে সংস্থাটি দিল্লি এনসিআর (NCR) অঞ্চলের ব্যবহারকারীদের তাদের এলাকায় 5G পরিষেবার প্রাপ্যতা সম্পর্কে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছে বলে জানা গেছে। ফলে Vodafone Idea-র 5G রোলআউটের প্রস্তুতি যে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেকথা বলাই বাহুল্য।
দিল্লির Vi গ্রাহকরা খুব শীঘ্রই 5G পরিষেবার আস্বাদ পেতে সক্ষম হবেন
৯১মোবাইলস (91Mobiles)-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি দিল্লি এনসিআরে বেশ কয়েকজন ভিআই ব্যবহারকারী ৫জি পরিষেবা রোলআউটের বিষয়ে একটি মেসেজ পেয়েছেন। ওই মেসেজটিতে গ্রাহকদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, "সুসংবাদ! ভিআই নেটওয়ার্ক ৫জি-তে আপগ্রেড করা হচ্ছে। আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা এখন আরও সুসমৃদ্ধ হবে, খুব শীঘ্রই আপনি আমাদের ভিআই নেটওয়ার্কের সহায়তায় দিল্লি এনসিআরে আরও ভালো কভারেজ এবং সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে সক্ষম হবেন।" ফলে একথা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, আর কিছুদিনের মধ্যেই দিল্লির বাসিন্দাদের হাতের মুঠোয় আসতে চলেছে পঞ্চম প্রজন্মের দূরত্ব গতির নেটওয়ার্ক সার্ভিস। তবে সংস্থাটি কবে নাগাদ ৫জি লঞ্চ করবে, তার কোনো নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করেনি। এই প্রসঙ্গে বলে রাখি, ভিআই সম্প্রতি তাদের ৫জি রোলআউটের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামের জন্য নোকিয়া (Nokia) এবং এরিকসন (Ericsson)-এর মতো নামজাদা কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে।
কবে দেশজুড়ে চালু হবে 5G পরিষেবা?
গোটা দেশজুড়ে ঠিক কবে ৫জি পরিষেবা রোলআউট হবে, সেটাই এই মুহূর্তে টেকপাড়ার মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে, খুব শীঘ্রই সারা ভারতে ৫জি সার্ভিস রোলআউট হতে চলেছে এবং এই পরিষেবা ৪জি (4G)-র তুলনায় দশগুণ দ্রুততর হবে। বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল চলতি মাসের শেষের দিকে তাদের ৫জি পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে। যদিও টেলিকম সংস্থাগুলির তরফে ৫জি লঞ্চের প্রসঙ্গে এখনও কোনো সুনিশ্চিত দিনক্ষণ জানা যায়নি, তবে আন্দাজ করা হচ্ছে যে জিও ২৯ সেপ্টেম্বর কোম্পানির এজিএম (AGM)-এ তাদের ৫জি পরিষেবা চালু করবে। অন্যদিকে, এয়ারটেলও একইসাথে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২২ ইভেন্টে তাদের ৫জি সার্ভিস রোলআউট করতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।
কোন কোন শহরে সর্বপ্রথম চালু হবে নবপ্রজন্মের 5G পরিষেবা?
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, রোলআউটের প্রথম পর্যায়ে দেশের ১৩ টি শহরে 5G পরিষেবা উপলব্ধ হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গান্ধীনগর, আহমেদাবাদ, গুরুগ্রাম, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই, জামনগর এবং লখনউ। এক্ষেত্রে, উল্লিখিত শহরগুলির নির্বাচিত কিছু জায়গায় সর্বপ্রথম 5G পরিষেবা এসে পৌঁছাবে এবং তার কয়েক সপ্তাহ (কিংবা মাস) পরে গোটা শহরের মানুষ নবপ্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক পরিষেবার উপভোগ করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।