আনলিমিটেড কল সহ ডেটা, Vodafone Idea আনল ২৯৯, ৪৭৯ ও ৭১৯ টাকার নতুন প্ল্যান
গ্রাহক আকর্ষণের জন্য নিজস্ব পরিষেবার গুণমান বৃদ্ধির পাশাপাশি ভারতের তৃতীয় বৃহত্তম টেলকো ভোডাফোন আইডিয়া বা Vi সম্প্রতি...গ্রাহক আকর্ষণের জন্য নিজস্ব পরিষেবার গুণমান বৃদ্ধির পাশাপাশি ভারতের তৃতীয় বৃহত্তম টেলকো ভোডাফোন আইডিয়া বা Vi সম্প্রতি নতুন তিনটি 'Hero Unlimited' প্ল্যান বাজারে নিয়ে এল। যথাক্রমে ২৯৯, ৪৭৯ এবং ৭১৯ টাকার বিনিময় আগত এই প্ল্যানগুলির সাথে Vi গ্রাহকেরা একাধিক ভয়েস ও ডেটা বেনিফিট পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা উক্ত প্রতিটি প্ল্যান হিরো আনলিমিটেড অর্থাৎ Binge All Night, Weekend Data Rollover, এবং Data Delights সুবিধার সাথে আগত, যা Jio বা Airtel -এর কোনও রিচার্জ বিকল্পের সাথে উপলব্ধ নয়। আর এখানেই নতুন ভিআই প্ল্যানগুলি প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে পারে।
২৯৯ টাকার Vi হিরো আনলিমিটেড প্ল্যান
২৯৯ টাকার ভিআই হিরো আনলিমিটেড প্ল্যান ২৮ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ। এটি গ্রাহকদের প্রাত্যহিক ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচের পাশাপাশি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র দেবে। তাছাড়া বিঞ্জ অল নাইট সুবিধার জন্য এর সাথে গ্রাহকেরা নিয়মিতভাবে রাত্রি ১২ থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচের সুযোগ পাবেন। উপরন্তু উইকেন্ড ডেটা রোলওভার অফারের কারণে এই প্ল্যান সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা সপ্তাহান্তে খরচ করার সুবিধা দেবে। এছাড়া দৈনিক ডেটা সুবিধার বাইরে এটি অতিরিক্ত হিসেবে প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা প্রদান করবে।
৪৭৯ টাকার Vi হিরো আনলিমিটেড প্ল্যান
এই প্ল্যান মোট ৫৬ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। পূর্বোক্ত বিকল্পের মতো ৪৭৯ টাকার Vi প্ল্যানও দৈনিক ১.৫ জিবি ডেটা এবং ১০০ এসআরএস খরচ ছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট প্রদান করবে। সেক্ষেত্রে এই প্ল্যান বেছে নিলেও গ্রাহকেরা মনের আনন্দে পুরোপুরি অবাধে তাদের পছন্দের মানুষের সাথে কথা বলার সুযোগ পাবেন। সবচেয়ে বড় কথা প্ল্যানটি হিরো আনলিমিটেড সুবিধাগুলির সাথে উপলব্ধ।
৭১৯ টাকার Vi হিরো আনলিমিটেড প্ল্যান
৮৪ দিনের ভ্যালিডিটি সহ আগত এই প্ল্যান বেছে নিলে Vi গ্রাহকেরা প্রত্যহ ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচ করতে পারবেন। একইসাথে তারা পাবেন অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা। সেদিক থেকে দেখতে গেলে Hero Unlimited বেনিফিট প্রদানকারী এই প্ল্যান বাড়তি ভ্যালিডিটির খোঁজে থাকা গ্রাহকদের জন্য লাভজনক হতে পারে।