Voice Cloning AI Scam: 'মা আমাকে বাঁচাও' মেয়ের কন্ঠস্বর নকল করে প্রতারণার চেষ্টা

বর্তমানে বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য সাইবার অপরাধীরা ক্রমাগত নতুন পদ্ধতি আবিষ্কার করে চলেছে।...
techgup 15 March 2024 2:07 PM IST

বর্তমানে বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য সাইবার অপরাধীরা ক্রমাগত নতুন পদ্ধতি আবিষ্কার করে চলেছে। এর আগে প্রতারকেরা ভিডিও কল স্ক্যাম এবং ওটিপি স্ক্যাম ছাড়াও আরো বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করছিল। তবে এবার তারা সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নতুনভাবে প্রতারণা করা শুরু করেছে।

যদিও, ভারত সরকার সাইবার ক্রাইম প্রতিরোধ করার বিভিন্ন চেষ্টা করে চলেছে, তারা কঠোর ব্যবস্থাও নিচ্ছে। তবে সাইবার অপরাধীরাও এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্যনতুন প্রতারণার কৌশল আবিষ্কার করে চলেছে।

সম্প্রতি, এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে, এআই ভয়েস ক্লোন (Voice cloning AI scam) টুল ব্যবহার করে এক ব্যবহারকারীর সাথে প্রতারণার করার চেষ্টা করা হয়েছে। কাবেরী নামের ওই এক্স ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনাটি পোস্ট করে সকলকে সাবধানও করেছেন।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে কাবেরী বলেছেন, তিনি অজানা নম্বর থেকে একটি ফোন কল পান, যিনি নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করেন। তারপর সেই পুলিশ অফিসার জানায় তিন বন্ধু সহ কাবেরীর মেয়েকে তারা গ্রেপ্তার করেছে। বিষয়টির সত্যতা জাহির করার জন্য কথা বলার সময় ওই কলকারী ব্যক্তি একটি কন্ঠস্বরও শোনায়। যেখানে কেউ "মা আমাকে বাঁচাও" বলে চিৎকার করছে।

কথাটি শুনে প্রথমে কাবেরী নিজের মেয়ের কন্ঠস্বর বলে ভুল করলেও, পরে তার কণ্ঠস্বরটি কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়। তাই এর পর তিনি নিশ্চিত হয়ে যান যে, তার সাথে প্রতারণা করা হচ্ছে। আর এরপর তিনি সাবধান হয়ে যান এবং কল করা নম্বরের বিরুদ্ধে রিপোর্ট করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনিও যদি এই ধরনের কোনো ভয়েস ক্লোন কেলেঙ্কারির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনি আপনার টেলিকম পরিষেবা প্রদানকারীর কাছে অজানা নম্বর থেকে আসা কলের রিপোর্ট করবেন। এছাড়াও, আপনি সঞ্চার সাথি চকসু পোর্টালে (Sanchar Sathi Chakshu Portal) রিপোর্ট করতেও পারবেন।

Show Full Article
Next Story