দেশে সেকেন্ড-হ্যান্ড গাড়ির চাহিদা বাড়ছে, এ বছর বিক্রি দ্বিগুণ হবে বলে আশাবাদী Volkswagen

স্টিয়ারিং-এর উপর হাত রেছে গাড়ি চালানোর শখ। কিন্তু বাজেটে সেই শখ আটকে৷ তাই অনেকেই কম দামে পুরনো গাড়ি কেনার দিকে ঝুঁকছেন।...
SHUVRO 14 Dec 2021 9:47 AM IST

স্টিয়ারিং-এর উপর হাত রেছে গাড়ি চালানোর শখ। কিন্তু বাজেটে সেই শখ আটকে৷ তাই অনেকেই কম দামে পুরনো গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। হালে নতুন গাড়ি কেনার চেয়ে সেকেন্ড হ্যান্ড বা হাতফেরতা গাড়ি বাড়ি নিয়ে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই ব্যবহৃত গাড়ির বাজার ভবিষ্যতে আরও বড় হবে বলেই মনে করছে ফোকসভাগেন (Volkswagen)।

ফোকসভাগেন-এর এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, 'তারা ২০২১ শেষ হওয়ার আগে হাতফেরতা গাড়ি বিক্রয়ের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য রাখছে।' প্রসঙ্গত, গত বছর ফোকসভাগেন ১০,০০০ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয় করেছিল। আর এ বছর সংখ্যাটা ২০,০০০ ছাড়িয়ে যাবে বলে মনে করছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০১২-এ প্রথম পুরনো গাড়ি বিপণনের ব্যবসা শুরু করেছিল ফোকসভাগেন। ভারতে সে বছর তারা দাস ওয়েল্ট শোরুম চালু করে। আবার গত বছরের জুন মাসে দাস ওয়েল্টঅটো ৩.০-এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে পুরনো গাড়ি কেনা-বেচার ব্যবসার সূচনা করা হয়।

এই প্রসঙ্গে ভারতে ফোকসভাগেন-এর যাত্রীবাহী গাড়ি বিভাগের ডিরেক্টর আশিষ গুপ্তা, করোনাভাইরাসের প্রাদুভার্বের সময় থেকেই ব্যক্তিগত গাড়ির প্রয়োজনীয়তা অনুভব করছে মানুষজন।" ভাল দাম পেলে অনেকেই পুরনো গাড়ি বেচে নতুন গাড়ি কিনছেন। আবার অতিরিক্ত খরচ না করে পছন্দসই গাড়ি কিনতে অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ির উপর ভরসা করে থাকেন। এর ফলে পুরনো গাড়ি বিপণনের ব্যবসার বৃত্তও ক্রমশ বাড়ছে।

Show Full Article
Next Story
Share it