Voltrix Mobilty আনল Tresor ই-সাইকেল, এক চার্জে 80 কিমি যাবে, হাজারের কমে বুকিং চালু

দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। প্রত্যহ বেড়েই চলেছে দৈনিক সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলি করোনার…

দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। প্রত্যহ বেড়েই চলেছে দৈনিক সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলি করোনার বিধি নিষেধ জারি করেছে। এদিকে করোনা বিধি পালন করে অফিসকাছারি চালু রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সংক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই গণপরিবহণ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে অফিস যাত্রীদের জন্য বিশেষ সহায়ক হতে পারে Voltrix Mobility-র ইলেকট্রিক বাইসাইকেল Tresor, যা ইতিমধ্যেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। আসুন Voltrix Tresor ই-সাইকেলটির রেঞ্জ, স্পিড, ব্যাটারি ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Voltrix Tresor: রেঞ্জ, স্পিড ও ব্যাটারি

ভোলট্রিক্স ট্রেজার (Voltrix Tresor) একবার সম্পূর্ণ চার্জে ৮০ কিমি পথ অনায়াসে পার করা যাবে। আবার এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিমি হাওয়ায়, এটি চালাতে লাগবেনা কোনো ড্রাইভিং লাইসেন্স। এছাড়া যাঁরা পরিবেশ সম্পর্কে অধিক সচেতন তাঁদের জন্য এটি হতে পারে বিশেষ পছন্দের চলার সঙ্গী। কারণ সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ায় এ থেকে পরিবেশ দূষণের কোনো প্রশ্নই আসছে না।

বৈদ্যুতিক সাইকেলটিতে রয়েছে ২৫০ ওয়াট ইলেকট্রিক মোটর, যেটিকে শক্তি জোগাবে এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে আছে পাঁচটি ‘প্যাডেল অ্যাসিস্ট’ মোড, যার দ্বারা এর গতিবেগ নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও একটি ‘থ্রটল অনলি’ এবং ‘ম্যানুয়াল প্যাডেল’ মোডের সুবিধাও রয়েছে এতে।

Voltrix Tresor: দাম

ভোলট্রিক্স ট্রেজার (Voltrix Tresor)-এর ইন্ট্রোডাক্টরি প্রাইস বা প্রাথমিক মূল্য রাখা হয়েছে ৫৬,৯৯৯ টাকা। তবে এই দামের সুবিধা কেবলমাত্র প্রথম কয়েকজন গ্রাহকের জন্যই উপলব্ধ বলে জানিয়েছে সংস্থাটি। সংস্থার ডিলারশিপ থেকে এবং অনলাইনে (সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট) মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে এর বুকিং করা যাচ্ছে। অন্যদিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে এগুলি ডেলিভারি দেওয়া শুরু করবে Voltrix Mobility।

প্রসঙ্গত, Tresor বিদ্যুৎ চালিত টু-হুইলারটি হল Voltrix Mobility-র প্রথম প্রোডাক্ট। যেটি মূলত অফিস যাত্রীদের কথা বিবেচনা করেই নির্মাণ করা হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা শক্থিভিগনেশ্বর আর (Sakthivigneshwar R) বলেছেন, “পরবর্তী ছয় মাসের মধ্যে অন্যান্য গ্রাহকদের জন্য আমরা আরও দুটি পণ্য নিয়ে আসতে চলেছি।” এদিকে ২০২৪-এর মধ্যে দেশে নিজেদের ১৫০টি রিটেল আউটলেট গড়ে তোলার পাশাপাশি ৪০,০০০ ই-সাইকেল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি।