মার্সেডিজ-বেঞ্জ, অডির পর এবার ভলভো, ভারতে ফের বাড়তে চলেছে প্রিমিয়াম গাড়ির দাম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আর্ন্তজাতিক বাজারে গাড়ি তৈরির বিভিন্ন কাঁচামালের দাম মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে উৎপাদন খরচ বাড়ছে বিভিন্ন সংস্থার। ভারতে প্রিমিয়াম…

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আর্ন্তজাতিক বাজারে গাড়ি তৈরির বিভিন্ন কাঁচামালের দাম মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে উৎপাদন খরচ বাড়ছে বিভিন্ন সংস্থার। ভারতে প্রিমিয়াম গাড়ি নির্মাণকারীদের মধ্যে ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে মার্সেডিজ-বেঞ্জ (Mercedis-Benz) এবং অডি (Audi)। এবার সেই তালিকায় নাম লেখাতে পারে ভলভো (Volvo)।

ইনপুট কস্ট বাড়ার কারণে গাড়ির দাম বৃদ্ধির পরিকল্পনা করছে ভলভোর ভারতীয় শাখা। একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। টেকসই গাড়ি তৈরির জন্য ভলভোর জগৎজোড়া সুখ্যাতি। এ দেশে S60 এবং S90-এর মতো সেডান গাড়ি বিক্রি করে‌ তারা। এছাড়া, সংস্থার বিক্রিত এসইউভির মধ্যে রয়েছে XC40, XC60, এবং XC90।

ভলভো কার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি মালহোত্রা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন,”ইনপুট কস্ট বৃদ্ধির কারণে ভারতে বিভিন্ন মডেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। তবে বর্ধিত দাম কবে থেকে কার্যকর হবে বা কীরকম হারে দাম বাড়বে, সে সম্পর্কে কিছু খোলসা করেননি তিনি।”

মালহোত্রা যোগ করেন,” এটা (গাড়ির দাম বাড়ানো) অনিবার্য বলে মনে হলেও, সময়সীমা এখনও স্থির করে উঠতে পারিনি আমরা। এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে সঠিক সময়েই আপনারা সমস্ত কিছু জেনে যাবেন।” উল্লেখ্য, গত বছর ভারতে ভলভোর ব্যবসায় বেশ গতি এসে বলাই চলে। ২০২১-এ ১,৭২৪টি গাড়ি বেচেছে তারা। যেখানে ২০২০-তে সংস্থার বিক্রিবাটা হয়েছিল ১,৩৬১ ইউনিট।