ভারতে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চের তারিখ ঘোষণা করল Volvo, দাম কম রাখতে যন্ত্রাংশ জুড়ে তৈরি করবে এ দেশেই

সুইডিশ সংস্থা ভলভো এ দেশে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি  আগামী ২৬ সে জুলাই লঞ্চ করবে বলে ঘোষণা করল। XC40 Recharge  নামে সেই কম্প্যাক্ট এসইভি গত…

সুইডিশ সংস্থা ভলভো এ দেশে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি  আগামী ২৬ সে জুলাই লঞ্চ করবে বলে ঘোষণা করল। XC40 Recharge  নামে সেই কম্প্যাক্ট এসইভি গত বছর ভারতে আসার কথা থাকলেও, কোভিডের কারণে তারিখ পিছিয়ে যায়। এখানে জীবাশ্ম জ্বালানি চালিত XC40 -এর ইলেকট্রিক সংস্করণ XC40 Recharge উন্মোচিত হয়েছিল ২০২১-এর মার্চে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেটি বাজারে আসছে চলতি মাসেই। উল্লেখ্য, ভলভো জানিয়েছে যে, গাড়িটি অ্যাসেম্বেল অর্থাৎ যন্ত্রাংশ জোড়ার কাজ ভারতেই সম্পন্ন হবে।

সংস্থার দাবি স্থানীয়করণের জন্য XC40 Recharge এর দাম খানিকটা কম করা সম্ভব হবে। বেঙ্গালুরুতে অবস্থিত হোসকোটের কারখানায় সমস্ত যন্ত্রাংশ সহযোগে ভলভো এই গাড়িটি তৈরি করবে। এই মাসে লঞ্চ হলেও ডেলিভারি হবে উৎসবের মরসুমঅথেকে অর্থাৎ অক্টোবর মাস নাগাদ। এই বৈদ্যুতিক গাড়িটির মুল প্রতিদ্বন্দ্বী হবে Kia EV6

৪০৮ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন ও ৬৬০ টর্ক সমৃদ্ধ একটি পাওয়ারফুল বৈদ্যুতিক মোটর-সহ আসবে Volvo XC40 Recharge। এতে ৭৮ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক থাকায় এক চার্জে ৪১৮ কিমি পর্যন্ত দৌড়তে পারবে। এই গাড়ির ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার সাপোর্ট করবে, যা দিয়ে ব্যাটারি মাত্র ৩৩ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে যে XC40 Recharge পাওয়া যায়, ভারতেও সেই একই মডেল উপলব্ধ হবে।

Volvo XC40 Recharge-এ চালকের জন্য  ১২.৩ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন ও বিনোদনের জন্য ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া থাকবে। যা গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলির মধ্যে রয়েছে ওয়্যালেস চার্জিং, প্যানোরমিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং আরো অনেক কিছু। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশের প্রতি যত্নবান হওয়ার নিদর্শন রেখে এই গাড়িতে চামড়ার তৈরি আসন রাখা হয়নি। আগামীদিনে বাকি গাড়ি-নির্মাতারাও এই পথে হাটবে বলে মনে করা হচ্ছে।