মারাত্মক চাহিদা, বুকিং শুরুর 2 ঘন্টার মধ্যে ভারতে পুরো বিক্রি হয়ে গেল 56 লাখি এই ইলেকট্রিক গাড়ি

ভারত মধ্যবিত্ত প্রধান দেশ হিসেবেই পরিচিত। কিন্তু তা সত্ত্বেও একাধিক বিদেশি সংস্থা নিজেদের প্রথাগত জ্বালানি চালিত ও ইলেকট্রিক লাক্সারি গাড়ি নিয়ে হাজির হচ্ছে এদেশে। তবে…

ভারত মধ্যবিত্ত প্রধান দেশ হিসেবেই পরিচিত। কিন্তু তা সত্ত্বেও একাধিক বিদেশি সংস্থা নিজেদের প্রথাগত জ্বালানি চালিত ও ইলেকট্রিক লাক্সারি গাড়ি নিয়ে হাজির হচ্ছে এদেশে। তবে খুশির খবর কোনো সংস্থাকেই খালি হাতে ফেরাচ্ছে না এই উপমহাদেশ। যেমন মঙ্গলবার ভারতে বাজারে পা রেখেছে Volvo XC40 Recharge ইলেকট্রিক SUV। যার দাম ৫৫.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এ দেশে প্রথম পর্যায়ে লাক্সারি গাড়িটির মাত্র ১৫০ ইউনিট বিক্রির সিদ্ধান্ত নেয় সুইডেনের সংস্থা ভলভো (Volvo)। গতকাল সকাল ১১টা নাগাদ শুরু হয়েছিল বুকিং। কিন্তু তাজ্জব করার বিষয় হল, বুকিং শুরুর মাত্র ২ ঘন্টার ভিতর প্রায় ৫৬ লাখি গাড়িটির সবকটি ইউনিট বিক্রি হয়ে যায়। অক্টোবর থেকে XC40 Recharge-এর ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে সংস্থা।

যেসব গ্রাহকরা বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটি বুকিং করেছেন তাদের জন্য আনন্দের খবর, বিক্রি হওয়া XC40 Recharge-এর ১৫০ ইউনিটই আগামী ডিসেম্বরের মধ্যে ডেলিভারি হবে বলে নিশ্চিত করেছে  ভলভো। উল্লেখ্য, XC40 Recharge হল এদেশে ভলভোর প্রথম বৈদ্যুতিক গাড়ি। সংস্থার ভারতীয় শাখা এদেশে বেঙ্গালুরুর নিকটবর্তী হোসাকোটের কারখানায় যন্ত্রাংশ জুড়ে গাড়িটি তৈরি করবে।

ভলভো কার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি মালহোত্রা বলেন, “XC40 Recharge-এর জন্য গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করার দিন চলে গিয়েছে। বুকিং শুরু হওয়ার মাত্র দু’ঘন্টায় গ্রাহকদের এই অবিশ্বাস্য প্রতিক্রিয়া সংস্থার প্রতি তাঁদের আত্মবিশ্বাস প্রতিফলিত করেছে। আমাদের সমস্ত শোরুমে এই গাড়িটি সাজানো থাকবে, যাতে সম্ভাব্য গ্রাহকরা XC40 Recharge কেনার পরিকল্পনা করতে পারেন।”

প্রসঙ্গত, Volvo XC40 Recharge-এ রয়েছে একটি ৭৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সংস্থার দাবি সিঙ্গেল চার্জে এর রেঞ্জ ৪১৮ কিলোমিটার। যদিও বাস্তবে পুরোপুরি চার্জে ৩৩৫ কিলোমিটার চলবে বলে জানা গিয়েছে। আবার ঘন্টায় ১৮০ কিমি সর্বোচ্চ গতিবেগ যুক্ত গাড়িটির ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগবে ৫ সেকেন্ড। এর ডুয়েল মোটর থেকে উৎপন্ন হবে ৪০৮ এইচপি এবং ৬৬০ এনএম টর্ক। ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারে ০-৮০% চার্জ ৪০ মিনিটে হয়ে যাবে। Mini Cooper SE, Kia EV6, Audi e-tron ও BMW i4-এর সাথে XC40 Recharge-এর প্রতিযোগিতা চলবে।