Flex-Fuel Car: জৈব জ্বালানি চালিত ইঞ্জিন এলে পেট্রোল গাড়ির দরকার হবে না, বিশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ইথানল জ্বালানি পেট্রোলের জায়গা নিতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) এমনটাই বলেছেন।…

ভারতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ইথানল জ্বালানি পেট্রোলের জায়গা নিতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) এমনটাই বলেছেন। দেশের কয়েকটি গাড়ি সংস্থার থেকে আশ্বাস পেয়ে তিনি বেজায় খুশি। সেই সংস্থাগুলি আগামী দিনে ইথাননের মতো জৈব জ্বালানি চালিত বা ফ্লেক্স-ফুয়েল (flex-fuel) ইঞ্জিন সহ গাড়ি আনার বিষয়ে গডকড়ীকে প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য, অতীতে তিনি একাধিকবার এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন। দেশের পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ কেন্দ্রের।

সম্প্রতি সড়ক, পরিবহণ এবং লজিস্টিক ক্ষেত্রে বিনিয়োগের সুবিধা বিষয়ক মুম্বইয়ের এক সম্মিলনী  সভা থেকে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী বলেছেন, “Bajaj Auto, TVS Motor Company, Toyota, Maruti Suzuki এবং Hyundai – এই সংস্থাগুলি ইথানল চালিত গাড়ি তৈরির বিষয়ে প্রস্তুত।” তিনি যোগ করেছেন, “আমরা পুনেতে তিনটি ইথানল পাম্প খুলেছি। ইথানল চালিত অটোরিকশা বাজারে আসার জন্য প্রস্তুত। ফ্লেক্স-ফুয়েলে গাড়ি ১০০% পেট্রোল অথবা ১০০% ইথানলে চলতে পারে।”

মন্ত্রী আরও বলেছেন, “Bajaj ও TVS ইতিমধ্যেই এই প্রযুক্তির দু’চাকা গাড়ি তৈরি করে ফেলেছে। Toyota, Maruti Suzuki এবং Hyundai আশ্বস্ত করেছে যে তাঁরা ফ্লেক্স ইঞ্জিন গাড়ি আনতে প্রস্তুত।” উল্লেখ্য, টিভিএস মোটর কোম্পানি প্রথম ১০০% ইথানল চালিত বাইক লঞ্চ করেছিল। ২০১৯ সালে সংস্থাটি ইথানল চালিত অ্যাপাচি (Apache) মোটরসাইকেল নিয়ে এসেছিল। এদিকে অন্যান্য অটোমেকার সংস্থা যেমন – মারুতি সুজুকি এবং টাটা মোটর্স পেট্রলের সঙ্গে ইথানলে চলে, এমন গাড়ি নিয়ে আসতে তৈরি।

গডকড়ী বলেছেন, “সরকার ৩৫০টি ইথানল তৈরির কারখানার প্রচার করছে, যারা চাল থেকে এটি প্রস্তুত করে। আখ থেকেও ইথানল প্রস্তুত করা যায়। আমি আপনাদের আশ্বস্ত করছি যে, একবার বাজারে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত গাড়ি চলে এলে, পেট্রোল চালিত যানবাহনের আর প্রয়োজন পড়বে না। আমি বিশ্বাস করি, আগামী ২-৩ বছরের মধ্যে পেট্রোল গাড়ির জায়গা ইথানল দখল করবে৷”

প্রসঙ্গত, ব্রাজিল, কানাডা, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত গাড়ি রয়েছে। এই দেশগুলিতে গাড়ি ব্যবহারকারীরা ১০০ শতাংশ গ্যাসোলিন (পেট্রোল) বা ১০০ শতাংশ বায়ো-ইথানল ব্যবহার করতে পারেন। তবে ভারতে বর্তমানে পেট্রোলে ৮.৫% ইথানল মেশানো যায়। আগামী কয়েক বছরে অবশ্য তা ১০% এবং ২০২৫ এর মধ্যে ২০% ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন