WhatsApp: বিয়ের আমন্ত্রণপত্র পাচ্ছেন হোয়াটসঅ্যাপে? অজান্তেই ফোনে ঢুকে যাবে ভাইরাস
বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমন্ত্রণপত্রের আড়ালে প্রতারণা করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে দেশজুড়ে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাবধান করল পুলিশ।
ডিজিটাল নেমন্তন্ন এখন সাধারণ ব্যাপার। কিন্তু তার ফাঁকে যে বড় প্রতারণা চলছে তার টেরই পাচ্ছেন না অনেকে। চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি। ফোনে ঢুকে যাচ্ছে ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস, যা আপনার অজান্তে ফোনের নিয়ন্ত্রণ পাঠিয়ে দিচ্ছে হ্যাকারদের কাছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে আসা বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে এমনই সতর্কতা জারি করল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আসতে শুরু করেছে একের পর এক নেমন্তন্ন। বর্তমানে অনেকেই ডিজিটাল কার্ড বানিয়ে তা প্রিয়জনদের হোয়াটসঅ্যাপ করে দিচ্ছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে নেমন্তন্নের আড়ালে ভুয়ো লিঙ্ক ও এপিকে ফাইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। বিয়ের নেমন্তন্ন কার্ড ভেবে খুলতে চলে আসছে একটি লিঙ্ক এবং ডাউনলোড হয়ে যাচ্ছে এপিকে ফাইল।
হোয়াটসঅ্যাপে আসা এই ধরনের বিয়ের আমন্ত্রণপত্র থেকে সাবধান
এখন ছোট বড় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। চেনা-অচেনাদের ভিড়ে বোঝা যায় না কোনটা আসল, কোনটা ভুয়ো। হঠাৎই এমন একটি নম্বর থেকে মেসেজ পেলেন যেখানে বিয়ের নেমন্তন্ন করা হয়েছে। ওই কার্ড দেখার জন্য ডাইনলোড বাটনে ট্যাপ করলেন। কিন্তু, নেমন্তন্ন কার্ড ডাউনলোড না হয়ে, ফোনে ইন্সটল হয়ে গেল একটি ফাইল। যা তৎক্ষণাৎ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা শুরু করবে। এই ধরনের জালিয়াতি থেকে সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাবধান করেছে পুলিশ।
বিয়ের মরশুমে এ হেন প্রতারণার ফাঁদে অনেকেই পা দিয়ে ফেলছেন। চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য, ছবি, পাসওয়ার্ড ইত্যাদি। এগুলি নিয়ে আর্থিক প্রতারণা এবং ব্ল্যাকমেইল করে টাকা হাতানোর চেষ্টা করছে অপরাধীরা।
কী ভাবে সাবধান থাকবেন?
হিমাচল প্রদেশের সিআইডি এবং সাইবার ক্রাইম বিভাগের ডিআইজি মোহিত চাওলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপনি যদি অজানা নম্বর থেকে কোনও বিয়ের আমন্ত্রণ বা কোনও ফাইল পান তবে তাতে ক্লিক করবেন না। ফোনে কিছু ডাউনলোড করার আগে যিনি পাঠিয়েছেন তার প্রোফাইল এবং ফাইলটি যাচাই করুন।
বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমন্ত্রণপত্রের আড়ালে প্রতারণা করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে দেশজুড়ে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাবধান করল পুলিশ।