স্বয়ংক্রিয়ভাবে গাড়ির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলায় জেলায় সেন্টার তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের

প্রতিটি জেলায় স্বয়ংক্রিয় পরিদর্শন এবং শংসাপত্র কেন্দ্র (automated inspection and certification centers) তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ম্যানুয়াল ফিটনেস চেকিংয়ের তুলনায় এই কেন্দ্রগুলোতে আরও দক্ষ…

প্রতিটি জেলায় স্বয়ংক্রিয় পরিদর্শন এবং শংসাপত্র কেন্দ্র (automated inspection and certification centers) তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ম্যানুয়াল ফিটনেস চেকিংয়ের তুলনায় এই কেন্দ্রগুলোতে আরও দক্ষ পদ্ধতিতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে দাবি করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে এই বিষয়ে নির্দেশিকা এসে পৌঁছেছে।

রাজ্য সরকার ২০২৩ সালের মধ্যে ওই স্বয়ংক্রিয় পরিদর্শন এবং শংসাপত্র কেন্দ্রগুলো চালু করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রাথমিক ভাবে, সেখানে বড় যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর ছোট গাড়ির ইন্সপেকশন শুরু হতে পারে ২০২৪ সাল নাগাদ। পরিবহণ দপ্তর ইতিমধ্যেই দক্ষিণ কোলকাতায় ওই রকম একটি কেন্দ্র গড়ে তুলেছে। যদিও সেখানে কাজ চালু হওয়া এখনও বাকি।

বর্তমানে গাড়ির ফিটনেস পরীক্ষার ভার থাকে মোটর ভেহিক্‌লস ইনস্পেক্টরদের উপর। অনেক ক্ষেত্রেই দেখা যায়, গাড়ির স্বাস্থ্য পরীক্ষা যতটা কড়া ভাবে হওয়া প্রয়োজন, ততটা হয় না। আবার অর্থের বিনিময়ে ফিটনেসে খামতি থাকা গাড়িও শংসাপত্র পেয়ে যায় বলে দীর্ঘদিনের অভিযোগ। ম্যানুয়াল ইন্সপেকশনে গাড়ির খামতি ধরা না পড়লেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সে গাফিলতি হওয়ার সম্ভাবনা নেই।

কোনও সমস্যা ধরা পরলে সেই গাড়িকে শংসাপত্র দেওয়া হবে। ত্রুটি সারালে তবেই শংসাপত্র মিলবে। তবে যতদিন পর্যন্ত জেলায় জেলায় স্বয়ংক্রিয় পরিদর্শন এবং শংসাপত্র কেন্দ্র তৈরি হচ্ছে, ততদিন রাজ্য প্রশাসন প্রথাগত পদ্ধতিতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন