SanDisk 8TB SD Card: পৃথিবীর প্রথম 8 টেরাবাইট মেমরি কার্ড নিয়ে এল স্যানডিস্ক

মোবাইল ফোনের স্টোরেজ সীমিত বলে দরকার পড়ে মেমরি কার্ডের। ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে গান, ছবি, ভিডিয়ো সেভ করে রাখার জন্য আমরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার…

Western digital announces worlds first sandisk 8tb sd card and 16tb external ssd

মোবাইল ফোনের স্টোরেজ সীমিত বলে দরকার পড়ে মেমরি কার্ডের। ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে গান, ছবি, ভিডিয়ো সেভ করে রাখার জন্য আমরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করি। বাজারে সাধারণত ২ গিগাবাইট থেকে শুরু করে ১.৫ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি পর্যন্ত মেমরি কার্ড পাওয়া যায়। তবে সবাইকে চমকে দিয়ে এখন পৃথিবীর প্রথম ৮ টেরাবাইট এসডি কার্ড নিয়ে এসেছে স্যানডিস্ক (Sandisk)।।

SanDisk 8TB SD Card প্রকাশ হল

আমেরিকান কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল (Western Digital) স্যানডিস্কের ৮ টিবি মেমরি কার্ডের পাশাপাশি ১৬ টিবি এক্সটার্নাল এসএসডি নিয়ে হাজির হয়েছে, যাকে বিশ্বের প্রথম বলে দাবি করা হয়েছে। ২০২৪ ফিউচার অফ মেমরি ও স্টোরেজ কনফারেন্সে এই দুই যুগান্তকারী অ্যাক্সেসরিজের ঘোষণা করেছে তারা। মেমরি ও স্টোরেজ সেগমেন্টে এগুলি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানিয়েছে কোম্পানি।

নতুন ডিভাইসগুলির নাম SanDisk 8TB SDUC UHS-I এসডি কার্ড ও 16TB SanDisk Desk Drive External এসএসডি। এসডি কার্ডটিতে সিকিওর ডিজিটাল আল্ট্রা ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড ও ১০০এমবিপিএস পর্যন্ত স্পিড আছে। তবে কবে লঞ্চ হবে অথবা দাম কেমন হতে পার, সে বিষয়ে এখনও কিছু ঘোষণা হয়নি। প্রোফেশনাল ফটোগ্রাফার ও ভিডিয়োগ্রাফারদের এটি খুব কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।

পারফরম্যান্স ও ভরসাযোগ্যতা এমন দুই জায়গা, যা ওয়েস্টার্ন ডিজিটালের স্যানডিস্ক ডিজিটাল এসডি কার্ড ও এক্সটার্নাল এসএসডির জন্য বড় পরীক্ষা হতে চলেছে। লঞ্চের পর এত বিশাল স্টোরেজ থাকার ফলে বাজারে সাড়ে ফেলবে বলেই আশা করা যার। বলা বাহুল্য, প্রিমিয়াম প্রোডাক্ট হওয়ার কারণে দামটাও বেশি হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন