মোবাইল ফোনের স্টোরেজ সীমিত বলে দরকার পড়ে মেমরি কার্ডের। ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে গান, ছবি, ভিডিয়ো সেভ করে রাখার জন্য আমরা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করি। বাজারে সাধারণত ২ গিগাবাইট থেকে শুরু করে ১.৫ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি পর্যন্ত মেমরি কার্ড পাওয়া যায়। তবে সবাইকে চমকে দিয়ে এখন পৃথিবীর প্রথম ৮ টেরাবাইট এসডি কার্ড নিয়ে এসেছে স্যানডিস্ক (Sandisk)।।
SanDisk 8TB SD Card প্রকাশ হল
আমেরিকান কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল (Western Digital) স্যানডিস্কের ৮ টিবি মেমরি কার্ডের পাশাপাশি ১৬ টিবি এক্সটার্নাল এসএসডি নিয়ে হাজির হয়েছে, যাকে বিশ্বের প্রথম বলে দাবি করা হয়েছে। ২০২৪ ফিউচার অফ মেমরি ও স্টোরেজ কনফারেন্সে এই দুই যুগান্তকারী অ্যাক্সেসরিজের ঘোষণা করেছে তারা। মেমরি ও স্টোরেজ সেগমেন্টে এগুলি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানিয়েছে কোম্পানি।
নতুন ডিভাইসগুলির নাম SanDisk 8TB SDUC UHS-I এসডি কার্ড ও 16TB SanDisk Desk Drive External এসএসডি। এসডি কার্ডটিতে সিকিওর ডিজিটাল আল্ট্রা ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড ও ১০০এমবিপিএস পর্যন্ত স্পিড আছে। তবে কবে লঞ্চ হবে অথবা দাম কেমন হতে পার, সে বিষয়ে এখনও কিছু ঘোষণা হয়নি। প্রোফেশনাল ফটোগ্রাফার ও ভিডিয়োগ্রাফারদের এটি খুব কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে।
পারফরম্যান্স ও ভরসাযোগ্যতা এমন দুই জায়গা, যা ওয়েস্টার্ন ডিজিটালের স্যানডিস্ক ডিজিটাল এসডি কার্ড ও এক্সটার্নাল এসএসডির জন্য বড় পরীক্ষা হতে চলেছে। লঞ্চের পর এত বিশাল স্টোরেজ থাকার ফলে বাজারে সাড়ে ফেলবে বলেই আশা করা যার। বলা বাহুল্য, প্রিমিয়াম প্রোডাক্ট হওয়ার কারণে দামটাও বেশি হবে।