Online Shopping: স্মার্টফোন অর্ডার করে আসছে সাবান, অর্ডার করার সময় এই সেটিং করলে কোনো ভুল হবে না
ভারতে অনলাইনে কেনাকাটা (Online Shopping) দিনকে দিন বাড়ছে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মতো প্ল্যাটফর্মগুলি থেকে লোকেরা...ভারতে অনলাইনে কেনাকাটা (Online Shopping) দিনকে দিন বাড়ছে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মতো প্ল্যাটফর্মগুলি থেকে লোকেরা এখন বাড়ির দরকারি সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি ভালোর বিপরীতে খারাপ থাকে। তাই অনেকক্ষেত্রে শোনা যায় অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে হাতে অন্য কিছু চলে আসে। ফলে অর্থ চলে যায় কিন্তু দরকার মেটেনা। এবছর দুর্গা পূজার সময় মুম্বাইয়ের বাসিন্দা অশোক ভাম্বানি অ্যামাজন থেকে একটি OnePlus 10T স্মার্টফোন অর্ডার করেছিলেন, কিন্তু যখন ফোনটি ডেলিভারি করা হয়, তখন তিনি বাক্স খুলে সাবনের বার পান।
আবার সম্প্রতি একজন অভিযোগ করেছেন যে, অ্যামাজন থেকে Apple Watch অর্ডার করে তিনি অন্য সংস্থার স্মার্টওয়াচ পেয়েছেন। আর তাই, Amazon ও Flipkart এ ধরনের ঘটনা মোকাবেলা করতে একটি নতুন উপায় বের করেছে, যাতে মানুষ অনলাইনে কেনাকাটা করার সময় প্রতারণার শিকার না হয়।
ওপেন বক্স ডেলিভারি পরিষেবা এনেছে Amazon ও Flipkart
ভারতের দুই প্রধান ই-কমার্স সাইট কিছুমাস আগে ভুয়ো ডেলিভারি আটকাতে ওটিপি পরিষেবা এনেছিল। এখন তারা আবার ওপেন বক্স ডেলিভারি অফার করছে। এই পরিষেবায় আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করলে, ভেলিভারির সময় সেটি খুলে দেখাতে হবে। ফলে ভুয়ো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে।
এরজন্য প্রোডাক্ট অর্ডার করার সময় আপনাকে 'ওপেন বক্স ডেলিভারি' অপশনে টিক মার্ক করতে হবে। নচেৎ এই পরিষেবা পাওয়া যাবে না।