WhatsApp Hijacking: আপনার চ্যাট অজান্তেই পৌঁছে যাবে অন্যের কাছে, হোয়াটসঅ্যাপ হাইজ্যাক কি‌ জানুন

প্লেন হাইজ্যাক (Hijack) হওয়ার কথা আমরা বহুবার শুনেছি – বাস্তবে ভয়ানক হলেও সিনেমা, সিরিয়ালের গল্পের ক্ষেত্রে এই ঘটনা...
Anwesha Nandi 24 Feb 2023 10:49 AM IST

প্লেন হাইজ্যাক (Hijack) হওয়ার কথা আমরা বহুবার শুনেছি – বাস্তবে ভয়ানক হলেও সিনেমা, সিরিয়ালের গল্পের ক্ষেত্রে এই ঘটনা বেশ মামুলি একটা ব্যাপার! কিন্তু যদি আকাশযানের মত হাইজ্যাক হয় আপনার WhatsApp অ্যাকাউন্টটি, তাহলে ঠিক কী অসুবিধা হতে পারে জানেন কি? সম্ভবত, WhatsApp Hijacking শব্দটি থেকে আপনারা অনেকেই এর অর্থ অনুমান করতে পারেন। সাধারণভাবে বললে, অন্য কারো হাতে আপনার WhatsApp অ্যাকাউন্টের অ্যাক্সেস পৌঁছে যাওয়াই হাইজ্যাকের মূল সমস্যা। তবে এই ঘটনা যে শুধু জোর করে ঘটানো যায় তা নয়, কখনও কখনও আপনার সামান্য ভুলেই WhatsApp-এর (কন্ট্যাক্ট, চ্যাট ইত্যাদি তথ্য) দখল যেতে পারে অন্যের হাতে এবং তিনি চাইলেই তার অপব্যবহার করতে পারেন। আসুন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই।

WhatsApp Hijacking আসলে কী? 

অনেক সময় মোবাইল ব্যবহারকারীরা তাদের কোনো ফোন নম্বর বন্ধ করে দেন বা দীর্ঘ সময় ধরে সেটি সক্রিয় রাখেন না। এদিকে সেই নম্বর দিয়ে বানানো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও তিনি পাকাপাকিভাবে ডিলিট করেননা, যার ফলে ব্যবহার হোক বা না হোক সেই অ্যাকাউন্ট সচল থাকে। এবার নিজেদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর টেলিকম কোম্পানি আপনার নিষ্ক্রিয় মোবাইল নম্বরটি অন্য গ্রাহকের জন্য বরাদ্দ করে। এমন পরিস্থিতিতে সেই গ্রাহক যদি নম্বরটি দিয়ে পুনরায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেন এবং ব্যাকআপ ইনস্টল করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের খুঁটিনাটি তার কাছে পৌঁছে যাবে। এতেই খুলে যায় হোয়াটসঅ্যাপ হাইজ্যাকিংয়ের রাস্তা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একজনের সঙ্গে এমন ঘটনা ঘটেছেও!

নতুন সিম কিনে WhatsApp খুলতে গিয়ে থ ইউজার

রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি একটি নতুন সিম কার্ড কিনে তা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরির চেষ্টা করেন। কিন্তু অ্যাকাউন্ট খোলা মাত্রই তিনি অবাক হয়ে পড়েন, কারণ তার সেই নতুন নম্বরে আগে থেকেই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছিল যেখানে একটি মেয়ের ছবি সেট ছিল। শুধু তাই নয়, অ্যাকাউন্টটি অনেক চ্যাটে ভরা ছিল এবং অনেক গ্রুপের সংযুক্ত ছিল। এমন সুযোগ কোনো দুরাভিসন্ধীর কাছে গেলে কি বিপদ হতে পারে তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবেনা!

খেয়াল রাখুন এই বিষয়

এতটুকু পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নম্বর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা বেশ প্রয়োজন। সেক্ষেত্রে বলি, হোয়াটসঅ্যাপ হাইজ্যাকিংয়ের মত অযাচিত পরিস্থিতি এড়াতে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির সাথে সংযুক্ত নম্বর সক্রিয় রাখুন। আর, কোনো কারণে যদি আপনাকে আপনার বিদ্যমান নম্বরটি বন্ধ করতে হয়, তবে হয় নম্বরটি আপডেট (পরিবর্তন) করুন বা অ্যাকাউন্ট ডিলিট করুন।

Show Full Article
Next Story