WiFi Calling: ফোনে কল করার সময় নেটওয়ার্ক সমস্যায় পড়েন? এই কাজ করলে পাবেন মুক্তি
স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীরা অনেক সময়েই সেলুলার নেটওয়ার্ক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। আর এমন পরিস্থিতিতে...স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীরা অনেক সময়েই সেলুলার নেটওয়ার্ক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। আর এমন পরিস্থিতিতে দেখা দেয় কল ড্রপের মতো নানান সমস্যা। নেটওয়ার্কের অভাবে ঠিক ভাবে কথা না বলতে পেরে হতাশ হয়ে পড়েন অনেক ব্যবহারকারী। তবে, আপনাকে জানিয়ে রাখি Wi-Fi Calling ব্যবহার করে নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকলেও আপনি যেকোনো ব্যক্তির সাথে কথা বলতে পারেন। আর, সেটিংসে কয়েকটি পরিবর্তন করে আপনি সহজেই Wi-Fi Calling ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ওয়াই-ফাই কলিং কী
বর্তমানের বেশিরভাগ স্মার্টফোনে ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling) ফিচার বিদ্যমান। আর এই ওয়াই-ফাই কলিং হলো এমন এক প্রযুক্তি, যা আপনাকে সেলুলার টাওয়ারের পরিবর্তে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কল করার অনুমতি দেয়। অর্থাৎ যে সমস্ত এলাকায় সেলুলার নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত আপনি সেই সকল এলাকায় জরুরি কল করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন।
ওয়াইফাই কলিং (Wi-Fi Calling)-এর সুবিধা
ওয়াইফাই কলিং (Wi-Fi Calling)-এর একাধিক সুবিধা রয়েছে যেগুলি হল নিম্নরূপ -
- ওয়াই-ফাই নেটওয়ার্ক সাধারণত সেলুলার নেটওয়ার্কের চেয়ে বেশি স্থিতিশীল, তাই গুণমানের দিক দিয়ে এই প্রযুক্তি বেশ ভালো।
- ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling)-এ সেলুলার কলের তুলনায় অনেক কম কল ড্রপের সমস্যা দেখা দেয়।
- আপনি যদি এমন এলাকায় বাস করেন যেখানে সেলুলার সিগন্যাল প্রায়শই দুর্বল হয়ে পড়ে, তাহলে ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling) আপনার সময় ও অর্থ দুটোই সাশ্রয় করতে পারে।
কীভাবে ওয়াইফাই কলিং (Wi-Fi Calling) চালু করবেন?
ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling) চালু করার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। তবে মনে রাখবেন, স্মার্টফোন ব্র্যান্ড এবং টেলিকম অপারেটরের উপর নির্ভর করে এই পদ্ধতিগুলি পরিবর্তিত হতে পারে।
- প্রথমে ফোনের "Settings" খুলুন।
- এবার "Call Settings" অথবা "Phone Settings"-এ যান।
- সেখানে ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling)-এর অপশনটি খুঁজুন এবং এর সামনে দৃশ্যমান টগলটি এনাবল করুন।
এরপর আপনি কল করার সময় কম নেটওয়ার্ক থাকলেও ওয়াই-ফাই কলিং (Wi-Fi Calling) ব্যবহারের জন্য ভালোভাবে কল করতে সক্ষম হবেন।