WhatsApp Windows-এ এল Archive চ্যাট ফিচার, আপাতত বিটা ইউজাররাই ব্যবহার করতে পারবেন

প্রায় প্রতিদিনই WhatsApp (হোয়াটসঅ্যাপ) তার ইউজারদের জন্য একের পর এক নতুন আপডেট বা ফিচার নিয়ে আসে। সেক্ষেত্রে এবার...
Anwesha Nandi 7 April 2022 12:33 AM IST

প্রায় প্রতিদিনই WhatsApp (হোয়াটসঅ্যাপ) তার ইউজারদের জন্য একের পর এক নতুন আপডেট বা ফিচার নিয়ে আসে। সেক্ষেত্রে এবার Windows (উইন্ডোজ) ভার্সনের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিকে Archive (আর্কাইভ) চ্যাট ফিচার পরীক্ষা করতে দেখা গেছে। এই নতুন সংযোজন ইউজারদের চ্যাটবক্সে বিশৃঙ্খলতা কমাতে এবং তাদের মেসেজগুলি ভালভাবে সংগঠিত করতে সহায়তা করবে। আপাতত, WhatsApp-এর ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মের বিটা ইউজাররা (Windows 10 এবং নতুন Windows ওএস সংস্করণে) এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন।

ফিচার ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, আর্কাইভ চ্যাট ফিচারটি উইন্ডোজ বিটা ২.২২১৩.৩.০ ভার্সনে উপলব্ধ হবে। তবে ফিচারটি ততটাও মসৃণ হবে না, কারণ আর্কাইভ করা এই চ্যাট লিস্ট রিফ্রেশ হবেনা। এদিকে লেটেস্ট বিটা রিলিজে মিডিয়া, ফাইল, লিঙ্ক, এনক্রিপশন এবং গ্রুপের জন্য নতুন আইকন দেখা যাবে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বিটা টেস্টাররা মাইক্রোসফ্ট স্টোরের মাধ্যমে এই লেটেস্ট ভার্সনে মোবাইল অ্যাপটি আপডেট করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি যদি আপডেটটি আপনার উইন্ডোজ ডিভাইসে ইনস্টল করেন তাহলে সম্ভবত এটি কোনো বাগ প্রবর্তন করতে পারে।

এদিকে গত সপ্তাহে, হোয়াটসঅ্যাপকে তার ইউডব্লিউপি (UWP) সংস্করণের জন্য 'ভিউ ওয়ান্স' ফিচারটি পরীক্ষা করতে দেখা গেছে। এছাড়া এটি সম্প্রতি একটি ডেডিকেটেড স্টিকার ট্যাবেও কাজ করছে যা পরবর্তী পর্যায়ে উইন্ডোজ ১০ এবং নতুন ডিভাইসগুলিতে উপলব্ধ হবে।

Show Full Article
Next Story