ফের WhatsApp-এ এল নতুন আপডেট, গ্রুপে দ্বিগুণ সদস্য যুক্ত করতে পারবেন ইউজাররা

দীর্ঘ চর্চার পর অবশেষে নিজের ইউজারদের জন্য দু-দুটি নতুন ফিচার নিয়ে এল WhatsApp (হোয়াটসঅ্যাপ)।অতিসম্প্রতি Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট প্রকাশ করেছে।…

দীর্ঘ চর্চার পর অবশেষে নিজের ইউজারদের জন্য দু-দুটি নতুন ফিচার নিয়ে এল WhatsApp (হোয়াটসঅ্যাপ)।অতিসম্প্রতি Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট প্রকাশ করেছে। আর এই আপডেটে WhatsApp গ্রুপে ৫১২ জন মেম্বার যুক্ত করার সুবিধা পাওয়া যাচ্ছে। আসন্ন আপডেটে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করার বিকল্প মিলবে বলেও জানা গিয়েছে। বলে রাখি, গত মাসেই এই দুটি ফিচারের ঘোষণা করে সংস্থা।

কেমন হবে WhatsApp-এর দুটি নতুন ফিচার?

Wabetainfo ইতিমধ্যেই এই দুটি নতুন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে। পোর্টালটির রিপোর্টে বলা হয়েছে যে, অনেক ইউজার হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫১২ জন অর্থাৎ আগের থেকে দ্বিগুণ সংখ্যক মেম্বার যুক্ত করার বিকল্প পেয়েছেন; আবার অনেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এই অপশন পাবেন। অন্যদিকে, এই প্ল্যাটফর্মে বর্তমানে মাত্র ১০০ এমবি ফাইল শেয়ার করার সুবিধা পাওয়া গেলেও শীঘ্রই এই লিমিট ২ জিবি হতে চলেছে।

আসছে আরো নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার আগমন হলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ (Google Drive)-এর চ্যাট ব্যাকআপ অন্য কোনো সার্ভার বা ডিভাইসে ইম্পোর্ট করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, পরবর্তী সময়ে পেনড্রাইভেও গুগল ড্রাইভের চ্যাট সেভ করা যাবে।

এখানেই শেষ নয়! সংস্থাটি এবার ‘Undo’ (আন্ডু) ও ‘Edit’ (এডিট) অপশন আনবে বলে জানা গিয়েছে। এই দুটি ফিচার ভুল করে পাঠানো মেসেজ সংশোধন করতে বা তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে।