WhatsApp Desktop-এ এল মেসেজ রিঅ্যাকশন ফিচার, ইউজাররা পাবেন নতুন স্ট্যাটাস শেয়ার সেটিংও

বহু অপেক্ষার পর এবার এক ঝলক দেখা মিলল WhatsApp Messege Reaction (হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশন) ফিচারের! না পাকাপাকি সমস্ত ইউজারের জন্য এটি উপলভ্য হয়নি। তবে ইনস্ট্যান্ট…

বহু অপেক্ষার পর এবার এক ঝলক দেখা মিলল WhatsApp Messege Reaction (হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশন) ফিচারের! না পাকাপাকি সমস্ত ইউজারের জন্য এটি উপলভ্য হয়নি। তবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির সাম্প্রতিক ডেস্কটপ বিটা আপডেটে এই রিঅ্যাকশন অপশন দেখা গেছে। প্রত্যাশা মতই এটি ইউজারদের নির্দিষ্ট কোনো মেসেজে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেবে। সেক্ষেত্রে শীঘ্রই স্টেবল ভার্সনে বা WhatsApp-এর অন্যান্য প্ল্যাটফর্মে এটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে Meta (মেটা) মালিকানাধীন সংস্থাটি স্ট্যাটাস আপডেট পোস্ট করার ক্ষেত্রে নতুন সেটিং আনতে কাজ করছে। WhatsApp-এর ফিচার ট্র্যাকারের এই বৈশিষ্ট্যটির ঝলকও অনলাইনে প্রকাশিত হয়েছে।

অনলাইনে ফাঁস মেসেজ রিঅ্যাকশন ফিচারের স্ক্রিনশট

WhatsApp Desktop beta gets new features, WhatsApp Desktop beta gets new message reactions Emoji feature, WhatsApp Desktop beta gets status update privacy setting

সম্প্রতি WABetaInfo ডেস্কটপ বিটায় উপলব্ধ মেসেজ রিঅ্যাকশন ফিচারের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে যাতে প্রতিক্রিয়া বাটনটি প্রদর্শিত হয়। ফিচার ট্র্যাকার পোর্টালটির মতে, ডেস্কটপ প্ল্যাটফর্মে এই বাটনটি শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে যখন একটি মেসেজের উপর কার্সার সরানো হবে। সেক্ষেত্রে রিঅ্যাকশন বাটনে ক্লিক করলে ছয়টি ইমোজির একটি সারি প্রদর্শিত হবে, যা থেকে ইচ্ছেমত ইমোজি নির্বাচন করা যাবে। এর মধ্যে থাকবে থাম্বস আপ, রেড হার্ট, দমফাটা হাসি, হতবাক, কান্নাকাটি এবং হাত জোড় করার ইমোজি (স্ক্রিনশট অনুযায়ী)।

স্ট্যাটাস আপডেটের নতুন সেটিং

WhatsApp Desktop beta gets new features, WhatsApp Desktop beta gets new message reactions Emoji feature, WhatsApp Desktop beta gets status update privacy setting

গত ডিসেম্বরে হোয়াটসঅ্যাপকে ক্যাপশন বার আপডেটের ওপর জন্য কাজ করতে দেখা গেছে। এছাড়া ফিচার ট্র্যাকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মেসেজিং পরিষেবাটি এখন একটি নতুন গোপনীয়তা শর্টকাটসহ স্ট্যাটাস হিসাবে ছবি শেয়ার করার ক্ষমতা উন্নত করার জন্য কাজ করছে। এক্ষেত্রে ইউজাররা একটি ছবিতে ক্লিক করে চ্যাটের ভিতর থেকে স্ট্যাটাস বাটনে ট্যাপ করলেই দর্শকদের নির্বাচনের বিকল্প বেছে নিতে সক্ষম হবেন। এর মধ্যে আগের মতই ‘মাই কন্ট্যাক্টস’, ‘মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট’ এবং ‘ওনলি শেয়ার উইথ’ অপশন পাওয়া যাবে।

উল্লেখ্য, ডেস্কটপ অ্যাপের মেসেজ রিঅ্যাকশন এবং স্ট্যাটাস আপডেটের সেটিংয়ের ফিচার বর্তমানে বিকাশাধীন। এর মানে আপাতত বিটা ইউজাররাই এগুলি ব্যবহার করতে পারবেন। তবে আশা করা যায় খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ উভয় বৈশিষ্ট্যের বিশদ ঘোষণা করবে বা সর্বসাধারণের জন্য এগুলি নিয়ে আসবে।