WhatsApp Delete for Everyone: ১ ঘন্টা নয়, ভুলবশত পাঠানো মেসেজ ২ দিন পরেও ডিলিট করতে দেবে হোয়াটসঅ্যাপ
মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের কিছু বিটা টেস্টারদের জন্য 'Delete for Everyone' নামের...মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের কিছু বিটা টেস্টারদের জন্য 'Delete for Everyone' নামের বিদ্যমান ফিচারটির সময়সীমা আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ফিচারকে সম্প্রতি 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড' ২.২২.১৫.৮ বিটা সংস্করণে দেখা গেছে, যা বর্তমানে গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কিছু বিটা ইউজারদের জন্য উপলব্ধ। কার্যকারিতার দিক থেকে, উল্লেখিত বিটা ভার্সন ইনস্টল করার পর ইউজাররা ১ ঘন্টা নয় বরং দীর্ঘ আড়াই দিন পর্যন্ত সময় পাবেন প্রেরিত মেসেজ ডিলিট করার। উক্ত ফিচারের পাশাপাশি, WhatsApp এখন স্ট্যাটাস আপডেট সংক্রান্ত একটি নয়া বৈশিষ্ট্যের উপর কাজ করছে বলেও আমরা জানতে পেরেছি।
Delete for Everyone ফিচারের সময়সীমা বাড়াচ্ছে WhatsApp, বিটা ইউজাররা পাবেন আপডেট
হোয়াটসঅ্যাপ 'ডিলিট ফর এভরিওয়ান' (Delete for Everyone) বিকল্পের সময়সীমা আপডেট করতে চলেছে। মেসেজিং প্ল্যাটফর্মটি আপাতত এই আপডেটকে 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড' ২.২২.১৫.৮ বিটা ভার্সনের জন্য রিলিজ করেছে এবং গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে এটি রোলআউট হয়েছে, বলে আমরা জানতে পেরেছি। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি যে, হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের সময়সীমা এতো দিন - ১ ঘণ্টা, ৮ মিনিট এবং ১৬ সেকেন্ড ছিল। তবে উল্লেখিত আপডেট রোলআউটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত সময় পাবেন মেসেজ ডিলিট করার। মূলত, ভুলবশত কোনো টেক্সট পাঠিয়ে দিলে তা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও যাতে ডিলিট করা যেতে পারে, সেই উদ্দেশ্যেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এরূপ সিদ্ধান্ত নিয়েছে।
'ডিলিট ফর এভরিওয়ান' ফিচারকে ইতিমধ্যেই কিছু iOS বিটা টেস্টারদের জন্যও রোল আউট করে দেওয়া হয়েছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশকিছু সংখ্যক হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সন ব্যবহারকারীদের জন্য এই আপডেট রোলআউট করি হবে বলে আমরা আশা করছি। যদিও মেসেজিং প্ল্যাটফর্মটি এখনও উক্ত ফিচারের আপডেট সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে হোয়াটসঅ্যাপ বিটা ফিচার ট্র্যাকার সাইট, WABetaInfo -এর একটি লেটেস্ট রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, 'ডিলিট ফর এভরিওয়ান' বিকল্পকে বর্ধিত সময়সীমার সাথে খুব শীঘ্রই সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ তাদের পরবর্তী আপডেটের জন্য গ্রুপ অ্যাডমিনদের গ্রুপ-চ্যাটে প্রেরিত বা গৃহীত যে কোনও মেসেজ ডিলিট করার ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করছে বলে খবর পেয়েছি আমরা।
একটি নতুন ফিচারের উপর কাজ করছে WhatsApp
হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন ফিচার নিয়ে কাজ করার তথ্যও প্রকাশ্যে এসেছে হালফিলে। জানা যাচ্ছে, এই নতুন ফিচারটিকে 'ভয়েস স্ট্যাটাস' (Voice Status) নামে অবিহিত করা হতে পারে। কার্যকারিতার দিক থেকে, ব্যবহারকারীদের তাদের স্ট্যাটাসে ছোট ভয়েস নোট বা মেসেজ যোগ করতে দেবে এই ফিচার। মেসেজিং অ্যাপটি 'হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড' এর ২.২২.১৬.৩ (2.22.16.3) বিটা ভার্সনে এই আপডেট রিলিজ করবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে শেয়ার করা স্ক্রিনশটে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস উইন্ডোর ঠিক নীচে 'এডিটিং' এবং 'ক্যামেরা' আইকনের পাশে একটি 'মাইক' (ভয়েস নোট) আইকন উপস্থিত হতে দেখা গেছে। উক্ত ফিচারের রোলআউটের পর, এই মাইক আইকনে ট্যাপ এবং হোল্ড করে রাখার মাধ্যমে ভয়েস নোট রেকর্ড করা যাবে। একই সাথে, ব্যবহারকারীরা ক্যাপশন সহ এই ভয়েস নোট আপলোড করতে পারবেন স্ট্যাটাসে৷