কাজ করছিল না WhatsApp, Instagram এবং Facebook? সমস্যায় আপনি একা নন

আমেরিকান টেক জায়ান্ট, ফেসবুক, এর চারটি পরিষেবা- WhatsApp, Instagram, Facebook ও Facebook Messenger ভারত সহ সারা বিশ্বে কিছুক্ষনের জন্য অচল হয়ে পড়ে। ইউজারদের অভিযোগ তারা…

আমেরিকান টেক জায়ান্ট, ফেসবুক, এর চারটি পরিষেবা- WhatsApp, Instagram, Facebook ও Facebook Messenger ভারত সহ সারা বিশ্বে কিছুক্ষনের জন্য অচল হয়ে পড়ে। ইউজারদের অভিযোগ তারা রাত প্রায় ১০ টা ৩০ মিনিট থেকে এই চারটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে অসুবিধায় পড়ছিলেন। টুইটারে একাধিক ইউজার অভিযোগ জানান যে তারা ফেসবুকে লগ ইন করতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারছেন না। যদিও প্রায় ঘন্টা খানেক পর এই সমস্যার সমাধান হয়। তবে ইউজাররা কেন এই সমস্যায় পড়েছিলেন সে বিষয়ে Facebook এখনও মুখ খোলেনি। মনে করা হচ্ছে ফেসবুকের সার্ভারে কোনো সমস্যা থাকার কারণেই এই অসুবিধার পড়েছিলেন ইউজাররা।

ওয়েবসাইট আউটেজ ট্র্যাকার, Downdetector এর রিপোর্ট অনুযায়ী, ইউজাররা শুক্রবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত Facebook এর চারটি পরিষেবা ব্যবহার করতে সমস্যায় পড়েছিলেন। ইতিমধ্যেই তাদের কাছে ৪০,০০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। সমস্যাটি প্ল্যাটফর্মগুলির ওয়েবসাইট ছাড়াও, অ্যাপের ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছিল। যদিও ঘন্টাখানেকের মধ্যেই আবার পরিষেবা সচল হয়।

তবে তার মধ্যেই একাধিক ইউজাররা টুইটারে WhatsApp, Instagram, Facebook ও Facebook Messenger নিয়ে মজার মজার মিম এবং সমস্যার সম্ভাব্য কারণ শেয়ার করতে শুরু করে। যা থেকে স্পষ্ট আমরা বর্তমান দিনে অধিকমাত্রায় ফেসবুকের পরিষেবাগুলির ওপর নির্ভিরশীল হয়ে পড়েছি।

https://twitter.com/viratian18183/status/1372977164379856898
https://twitter.com/AshishA78103109/status/1372973122173865984
https://twitter.com/rishabh_memes/status/1372974079595085827

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন