চ্যাটিং মজাদার করে তুলতে WhatsApp-এ এল Message Reaction ফিচার
সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউজারদের জন্য মেসেজ রিয়্যাকশন (Message Reaction) ফিচার চালু করেই ফেলল ইনস্ট্যান্ট মেসেজিং...সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউজারদের জন্য মেসেজ রিয়্যাকশন (Message Reaction) ফিচার চালু করেই ফেলল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ)। আজ Meta (মেটা)-র সিইও মার্ক জুকারবার্গ তাঁর Facebook এবং Instagram হ্যান্ডেলের মাধ্যমে ফিচারটির রোলআউটের কথা নিশ্চিত করেছেন। সেক্ষেত্রে জুকারবার্গের পোস্ট থেকে মেসেজ রিয়্যাকশনের লভ্যতার পাশাপাশি কোন কোন ইমোজি প্রতিক্রিয়া জানানোর জন্য ব্যবহার করা যাবে, সে বিষয়েও ধারণা মিলেছে।
দুপুর নাগাদ তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, "রিয়্যাকশন অন হোয়াটসঅ্যাপ স্টার্ট রোলিং আউট টুডে" (আজ থেকে হোয়াটসঅ্যাপে রিয়্যাকশন ফিচার রোলআউট হচ্ছে)। এই লাইনটির সাথে জুকারবার্গ 'লাইক', 'হার্ট', 'লাফ', 'ওয়াও', 'স্যাড' এবং 'ফোল্ডেড হ্যান্ডস' – ৬টি ইমোজি ব্যবহার করেছেন, যা দেখে মনে হচ্ছে ইউজাররা প্রাথমিকভাবে এগুলিই ব্যবহার করতে পারবেন। যদিও ভবিষ্যতে তাদের বাকি আরো ইমোজি প্রতিক্রিয়া হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, বিগত ছয়-সাত মাসেরও বেশি সময় ধরে মেসেজ রিয়্যাকশন ফিচারের ওপর কাজ করছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে এই বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এমনকি সংস্থার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম (Telegram)-ও বেশ সাজিয়ে গুজিয়ে এই ফিচার এনেছে কয়েক সপ্তাহ আগে। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, হোয়াটসঅ্যাপ তুলনামূলকভাবে দেরিতে রিয়্যাকশন ফিচার রোলআউট করছে। যদিও এতে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মজা খুব একটা ব্যাহত হবে বলে মনে হয় না।
কীভাবে WhatsApp-এ মেসেজ রিয়্যাকশন ব্যবহার করবেন?
১. এর জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট খুলতে হবে।
২. এখন, কোনো মেসেজ সিলেক্ট করে সেটিকে চেপে ধরে রাখতে হবে।
৩. এখন আপনি একটি পপ-আপ দেখতে পাবেন যা ছয়টি ইমোজির একটি ট্রে প্রদর্শন করবে। এখান থেকে আপনি রিয়্যাকশন জানানোর জন্য নির্দিষ্ট ইমোজি বেছে নিতে পারবেন।