WhatsApp Message Reaction: সমস্ত ইমোজি দিয়েই জানানো যাবে প্রতিক্রিয়া, নয়া আপডেট আনল সংস্থা
গত মে মাসে 'ইমোজি রিয়্যাকশন' (Emoji Reaction) বা 'মেসেজ রিয়্যাকশন' (Message Reaction) ফিচার রোলআউট করার পর, এবার...গত মে মাসে 'ইমোজি রিয়্যাকশন' (Emoji Reaction) বা 'মেসেজ রিয়্যাকশন' (Message Reaction) ফিচার রোলআউট করার পর, এবার ফিচারটির বিস্তৃতি আরো বাড়ালো WhatsApp (হোয়াটসঅ্যাপ)। আসলে লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত ইউজাররা শুধুমাত্র লাইক (Like), লাভ (Love), লাফ (Laugh), সারপ্রাইজড (Surprised), স্যাড (Sad) এবং থ্যাঙ্কস (Thanks)-এর মত ছয়টি ইমোজি ব্যবহার করে মেসেজগুলিতে রিয়্যাক্ট করতে বা প্রতিক্রিয়া জানাতে পারতেন। তবে এখন সংস্থা রিয়্যাকশন ইমোজির সংখ্যা বাড়াতে গিয়ে যে নতুন আপডেট এনেছে, তাতে ইউজাররা তো খুশি হবেনই পাশাপাশি WhatsApp-এর প্রতিদ্বন্দ্বী Telegram-ও পেছনে পড়বে বলে মনে হচ্ছে!
WABetaInfo-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা ইউজাররা যেকোনো ইমোজি ব্যবহার করে 'মেসেজ রিয়্যাকশন' ফিচার চুটিয়ে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রিয়্যাকশন ট্রে-তে প্রাথমিক ছয়টি ইমোজির সাথে কীবোর্ডের অন্যান্য সমস্ত ইমোজি ব্যবহার করার সুযোগ মিলবে বলে জানা গেছে।
রিপোর্টে আরো বলা হয়েছে যে, অ্যান্ড্রয়েড বিটা (ভার্সন ২.২২.১৫.৬ ও ২.২২.১৫.৭) এবং আইওএস বিটা (ভার্সন ২২.১৪.০.৭১) ব্যবহারকারীরা আপাতত এই নতুন বৈশিষ্ট্যটি উপভোগ করতে পারবেন। পরে সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে আপডেটেড 'মেসেজ রিয়্যাকশন' ফিচার। এই প্রসঙ্গে বলে রাখি, ইতিমধ্যেই আমাদের টেকগাপের কিছু সদস্য তথা হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজার (ভার্সন ২.২২.১৫.৮) এটি দেখতে পেয়েছেন।
কীভাবে WhatsApp-এ সব ইমোজি দিয়ে রিয়্যাক্ট করবেন
১. এর জন্য প্রথমে আপনাকে আগের মতই চ্যাটের যেকোনো মেসেজ লং প্রেস করতে হবে।
২. এতে রিয়্যাকশন ট্রে-তে প্রাথমিক ছয়টি ইমোজির পাশে একটি '+' (প্লাস) আইকন দেখা যাবে।
৩. উক্ত আইকনে ক্লিক করলেই হবে ইমোজি কীবোর্ড ওপেন হবে আর আপনি যেকোনো একটি ইমোজি ব্যবহার করতে পারবেন।