WhatsApp iOS-এর জন্য এল নতুন বিটা আপডেট, iPhone ইউজাররা ব্যবহার করতে পারবেন ডার্ক থিম

বিগত কয়েক সপ্তাহ ধরে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য প্রচুর আপডেট এনেছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। তবে এবার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি আইফোন ইউজারদের আইওএস (iOS) বিটা সংস্করণ প্রকাশ…

বিগত কয়েক সপ্তাহ ধরে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য প্রচুর আপডেট এনেছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। তবে এবার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি আইফোন ইউজারদের আইওএস (iOS) বিটা সংস্করণ প্রকাশ করেছে যা ডিভাইসে ডার্ক থিম অফার করবে। এর আগে WhatsApp, iOS 15-এ ফোকাস মোড, নোটিফিকেশন গ্রুপ এবং প্রোফাইল ফটো ডিসপ্লে ইত্যাদি বিকল্প এনেছিল। এছাড়া ডেস্কটপ ইউজারদের জন্য এসেছে একটি নতুন রিলিজ যা কিছু বাগ ফিক্স করবে। যাহোক এখন আসুন নতুন WhatsApp iOS বিটা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

WhatsApp iOS-এ এসেছে নতুন বিটা আপডেট

হোয়াটসঅ্যাপ বিটা ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, আইওএস বিটা ২২.৭.০.৭৬ ভার্সনে ডার্ক থিম উপলব্ধ হবে। এটি ডিভাইসের ইউআই (UI) উপাদানগুলির সাথে আরও ভালভাবে সামঞ্জস্য বজায় রাখবে। এক্ষেত্রে WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে নীচের টুলবারটি ধূসর শেডের পরিবর্তে কালো রঙে প্রদর্শিত হয়েছে। এছাড়া আপডেটটি বিটা টেস্টারদের নোটিফিকেশনগুলিতে প্রোফাইল ফটো দেখানো শুরু করবে বলেও জানানো হয়েছে।

এদিকে, আইওএসের লেটেস্ট বিটা ভার্সন কিছু বাগ ফিক্সের সাথে এসেছে। বলে রাখি, এই বাগ, প্রোফাইল এবং গ্রুপ ফটোগুলিকে প্রভাবিত করছে যার ফলে এগুলি চ্যাট স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে না। তবে নতুন আপডেটের পর সমস্যা ঠিক হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে এবং একই সলিউশন হোয়াটসঅ্যাপ ডেস্কটপের জন্য আনা হয়েছে।

WhatsApp Android বিটাতেও এসেছে নতুনত্ব

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েডে বিটা টেস্টারদের জন্য ভয়েস মেসেজ রেকর্ডিং পজ এবং রিজিউম করার অপশন ফের চালু করেছে। এটিকে ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম (UWP) অ্যাপে একটি স্টিকার ট্যাব পরীক্ষা করতেও দেখা গেছে। এছাড়া হোয়াটসঅ্যাপ সম্প্রতি সমস্ত (পড়ুন স্টেবল) ব্যবহারকারীদের জন্য তার মাল্টি-ডিভাইস সমর্থন চালু করা শুরু করেছে।