WhatsApp ব্যবহারকারীদের জন্য আসছে এই বিশেষ রিমাইন্ডার ফিচার, জেনে নিন

বিগত কয়েক মাসে এক গুচ্ছ ফিচার আনার পরে, এবার অ্যাপের টার্মস অফ সার্ভিসের জন্য একটি নতুন বার্ষিক অনুস্মারক বা ইয়ার্রলি রিমাইন্ডার নিয়ে কাজ করছে WhatsApp…

বিগত কয়েক মাসে এক গুচ্ছ ফিচার আনার পরে, এবার অ্যাপের টার্মস অফ সার্ভিসের জন্য একটি নতুন বার্ষিক অনুস্মারক বা ইয়ার্রলি রিমাইন্ডার নিয়ে কাজ করছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। সম্প্রতি WABetaInfo, WhatsApp অ্যাপের লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে সেটিংস মেনুতে একটি এন্ট্রি আবিষ্কার করেছে। যদিও সংস্থা নিজে এই বিষয়ে কোনো বিবরণ প্রকাশ করেনি। এদিকে ইতিমধ্যে, পরিষেবাটি লেটেস্ট হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটা সংস্করণে রেগুলার বা নন-বিজনেস অ্যাকাউন্টগুলির জন্য কুইক রিপ্লাই অ্যাক্সেস সরাতে শুরু করেছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে (ভার্সন ২.২২.৮.১) অ্যাপের সেটিংসে ‘হেল্প’ সেকশনে একটি সবুজ বিন্দু দেখা গেছে। এটি সম্ভবত টার্মস অফ সার্ভিসের নতুন বার্ষিক অনুস্মারকের প্রতি ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করবে। তবে মনে রাখবেন, এই এন্ট্রিটি বর্তমানে সমস্ত ব্যবহারকারীর জন্য অ্যাপটিতে দৃশ্যমান নয় কারণ এটি এখনও বিকাশাধীন পর্যায়ে রয়েছে। WABetaInfo-র মতে, তথ্য প্রযুক্তি (IT) নিয়ম ২০২১ মেনে শুধুমাত্র ভারতে দৃশ্যমান হবে।

সাধারণ ইউজাররা আর ‘কুইক রিপ্লাই’ ফিচার ব্যবহার করতে পারবেন না

ইতিমধ্যে, হোয়াটসঅ্যাপ বর্তমানে বিজনেস ইউজারদের জন্য কুইক রিপ্লাই ফিচার প্রত্যাবর্তন করেছিল যা নির্দিষ্ট কিছু উত্তর সেভ রাখার পাশাপাশি প্রয়োজনে সেগুলি কীবোর্ডে শর্টকাট হিসেবে ব্যবহার করার সুবিধা প্রদান করেছিল। সেক্ষেত্রে বিজনেস ইউজার না হওয়া সত্ত্বেও অনেক হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারছিলেন।

কিন্তু সর্বশেষ পাওয়া খবর বলছে, হোয়াটসঅ্যাপ, নিয়মিত বা নন বিজনেস ইউজারদের জন্য এই ফিচারের অ্যাক্সেস ডিস্যাবেল করেছে। ফলত হোয়াটসঅ্যাপের ডেক্সটপ থেকে আর এটি ব্যবহার করা যাবে না!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন