আর ফোনের বেশি স্টোরেজ নেবে না WhatsApp, চলে এল স্টোরেজ ম্যানেজমেন্ট টুল

অবশেষে WhatsApp-এ যুক্ত হল বহুল প্রতীক্ষিত ‘স্টোরেজ ম্যানেজমেন্ট টুল’ (Storage Management Tool)। আজ সকালে একটি টুইট পোস্টে এই ফিচারটির আনুষ্ঠানিক ঘোষণা করেছে জনপ্রিয় শর্ট মেসেজিং…

অবশেষে WhatsApp-এ যুক্ত হল বহুল প্রতীক্ষিত ‘স্টোরেজ ম্যানেজমেন্ট টুল’ (Storage Management Tool)। আজ সকালে একটি টুইট পোস্টে এই ফিচারটির আনুষ্ঠানিক ঘোষণা করেছে জনপ্রিয় শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এই স্টোরেজ ম্যানেজমেন্ট টুল বা অপশনটির সাহায্যে WhatsApp-এর জাঙ্ক ফাইলগুলি দেখা বা ডিলিট করা আরও সহজ হয়ে যাবে। চলতি সপ্তাহে পর্যায়ক্রমে ইউজাররা এটির আপডেট পাবেন। মনে করা হচ্ছে, এই নতুন অপশনটি সারা বিশ্বের অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য রোল আউট করা হয়েছে।

মাস দুয়েক আগে WABetaInfo এই নতুন ফিচারটির কথা জানায়। এরপর বেশ কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপ এই নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট অপশনটির ওপর কাজ করছিল। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ইউজাররা এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন। তবে এবার এটি সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হতে চলেছে। এই নতুন অপশনটি WhatsApp এর সেটিংসের ‘Storage and data’ সেকশনের ‘Manage storage’ ট্যাব থেকে অ্যাক্সেস করা যাবে।

ওই ট্যাব খুললেই স্ক্রিনের ওপরের দিকে ফোনের সাধারণ মেমরি স্টোরেজের মত একটি নতুন স্টোরেজ বার দেখতে পাওয়া যাবে, যেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ও অন্যান্য আইটেম কতটা মেমরি ব্যবহার করছে এবং কতটা স্টোরেজ ফাঁকা আছে তার হাইলাইট দেখা যাবে। আবার ইউজাররা ফাইলের সাইজের ওপর ভিত্তি করে সেগুলি এক নজরে দেখতে পাবেন। এমনকি আপনার স্টোরেজ ফুল হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজারকে একটি ওয়ার্নিং নোটিফিকেশন দেবে। এছাড়া নির্বাচিত ফাইলগুলি ডিলিট করার আগে সেগুলির ‘প্রিভিউ’ দেখার একটি অপশন থাকবে।

WhatsApp Storage Management Tool, WhatsApp Manage Storage, WhatsApp new features
ছবি -gadgetpage

এছাড়া স্টোরেজ ম্যানেজমেন্ট টুল অপশনটির মাধ্যমে ইউজাররা বহুবার ফরওয়ার্ড হয়েছে এমন ভিডিও, ফটো ইত্যাদি দেখতে এবং ডিলিট করতে পারবেন। আবার ৫ এমবি-র থেকে বড় সাইজের ফাইলগুলি আলাদাভাবে দেখা যাবে এবং প্রতিটি চ্যাট কতটা জায়গা জুড়ে আছে তাও দেখা যাবে। ওই ট্যাব থেকে চ্যাটে ক্লিক করে ইউজাররা টেক্সট মেসেজ, ফটো, জিআইএফ, ভিডিও ইত্যাদি দেখতে বা ডিলিট করতে পারবেন। ফলে আপনার ফোনের স্টোরেজও বাঁচাবে এই অপশন।