৪টি ডিভাইসে চলবে ১টি অ্যাকাউন্ট, মাল্টি ডিভাইস ফিচারের স্টেবল ভার্সন রোলআউট শুরু করল WhatsApp
দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) মাল্টি-ডিভাইস সাপোর্ট (Multi Device...দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) মাল্টি-ডিভাইস সাপোর্ট (Multi Device Support) ফিচারের ওপর কাজ করছে, যার সাহায্যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক ডিভাইস থেকে লগ ইন করতে সক্ষম হচ্ছেন। প্রায় আট মাস আগে, সংস্থাটি, অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটা ইউজারদের বহুপ্রতীক্ষিত এই ফিচারটির আর্লি অ্যাক্সেস প্রদান করেছিল। কিন্তু এতদিন পর্যন্ত এটি ছিল একটি অপ্ট-ইন ফিচার, অর্থাৎ বিটা ইউজাররা চাইলে এই ফিচারটি টেস্ট করে দেখতে পারতেন। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারটি এখন আর WhatsApp বিটা প্ল্যাটফর্মে উপলব্ধ নয়। এর অর্থ হল এই যে, এটি এখন আর কোনো অপ্ট-ইন ফিচার নয়, এটির স্টেবল রোলআউট করতে শুরু করেছে WhatsApp। সোজা ভাষায় বললে ফিচারটিকে এখন সকল ব্যবহারকারীদের জন্য এনাবেল করা হচ্ছে।
এতদিন পর্যন্ত সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্ট কেবল একটিমাত্র ডিভাইস থেকে ব্যবহার করতে পারতেন। তবে এবার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি আলাদা আলাদা ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। বহুদিন ধরেই একটি অ্যাকাউন্টকেই ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করার এই সুবিধার প্রতীক্ষায় ছিলেন ইউজাররা। তাই এবার এই খবরটি যে প্রচুর সংখ্যক গ্রাহকের মন ভালো করে তুলবে, সেকথা বলাই বাহুল্য।
মাল্টি-ডিভাইস ফিচারের সুবিধা
মাল্টি-ডিভাইস ফিচারটি ব্যবহারকারীদের একই সময়ে চারটি ডিভাইস অ্যাক্সেস করতে দেয়। বিটা মোডে, ইউজাররা একটি অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশনসহ প্রাইমারি ফোনের প্রয়োজন ছাড়াই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে লগ ইন করতে পারবেন। এই ফিচারটি মূলত সেই সমস্ত ইউজারদের জন্য বিশেষভাবে সহায়ক হবে যারা ল্যাপটপ বা কম্পিউটারে দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন। চারটি ডিভাইস থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে তাদেরকে আর বারবার করে ফোন চেক করতে হবে না। সেইসাথে হোয়াটসঅ্যাপের ডেক্সটপ ভার্সন থেকে খুব সহজেই সরাসরি মেসেজ সেন্ড এবং রিসিভ করতেও পারবেন ইউজাররা।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, চারটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও দুটি ফোন থেকে কিন্তু একই অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাবে না। অর্থাৎ এর অর্থ হল, কেবলমাত্র একটি ফোন থেকেই হোয়াটসঅ্যাপের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টকে অ্যাক্সেস করা যাবে এবং অন্য ডিভাইসগুলির ক্ষেত্রে অপারেটিং সিস্টেম নির্বিশেষে ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড, কিংবা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন ইউজাররা। প্রতিটি ডিভাইসই স্বাধীনভাবে ইউজারের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবে এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সর্বোচ্চ স্তরের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখবে। অর্থাৎ, বরাবরের মতোই এক্ষেত্রেও ইউজারদের সার্বিক সুরক্ষা এবং নিরাপত্তার দিকে হোয়াটসঅ্যাপ যে কড়া নজর রেখেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।