WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় খবর, সিকিউরিটি কোড বদলে যাবে এই ফিচার ব্যবহার করলে

ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচার রোল-আউট করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) – উভয় প্ল্যাটফর্মের সদস্যরাই এই ফিচারের সুবিধা উপভোগ করতে পারছেন।…

ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচার রোল-আউট করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) – উভয় প্ল্যাটফর্মের সদস্যরাই এই ফিচারের সুবিধা উপভোগ করতে পারছেন। তবে এই ফিচারটি ব্যবহার করলে বদলে যাবে ইউজারদের পুরোনো সিকিউরিটি কোড। আজ্ঞে হ্যাঁ! WhatsApp স্বয়ং এই গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেছে। শোনা গিয়েছে যে মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার রোল-আউটের প্রাথমিক ধাপগুলি থেকেই সিকিউরিটি কোড বদলানোর প্রক্রিয়াটি ঘটবে। উল্লেখ্য, মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার ব্যবহার করে ইউজারেরা সর্বমোট ৪টি ডিভাইস থেকে WhatsApp অ্যাক্সেস করতে পারবেন। স্মার্টফোন কানেক্টেড না থাকলেও একাজ করতে তাদের কোনো অসুবিধে হবে না।

এবার প্রশ্নটা হল সিকিউরিটি কোড চেঞ্জের ব্যাপারটি একজন ইউজার কিভাবে টের পাবেন। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার WABetaInfo একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে ব্যবহারকারীরা নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রি-রেজিস্টার (Re-register) করলে হোয়াটসঅ্যাপ তাদের সিকিউরিটি কোড পরিবর্তন সম্পর্কে নোটিফিকেশন পাঠাবে। তবে নতুন ডিভাইস লিঙ্ক বা রিমুভ (remove) করলে কোনো নোটিফিকেশন মিলবে না।

জেনে রাখা ভালো যে হোয়াটসঅ্যাপের প্রতিটি চ্যাটের জন্য একটি করে স্বতন্ত্র সিকিউরিটি কোড বর্তমান। দুটি ভিন্ন কন্ট্যাক্টের মধ্যে আদান-প্রদান হওয়া কল ও মেসেজগুলি end-to-end encrypted কিনা তা ভেরিফাই বা যাচাইয়ের জন্য এই সিকিউরিটি কোডগুলি প্রয়োজন হয়। সুতরাং এই কোডগুলি যে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য একান্ত জরুরি সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যাইহোক, কন্ট্যাক্টের ইনফো স্ক্রিনে গিয়ে তার সিকিউরিটি কোড খুঁজে পাওয়া সম্ভব। এটি QR কোড ও ৬০ ডিজিটের নম্বর – উভয় রূপেই উপস্থিত থাকতে পারে। সিকিউরিটি কোড মূলত ইউজারের সাথে ভাগ করে নেওয়া বিশেষ চাবির (special key) দৃশ্যমান রূপ ছাড়া আর কিছু নয় বলে Whatsapp তাদের বক্তব্য মারফত জানিয়েছে।

অবশ্য আরো একটি ক্ষেত্রে সিকিউরিটি কোড পরিবর্তিত হতে পারে। ব্যবহারকারী বা তার কন্টাক্ট তালিকায় উপস্থিত ব্যক্তি নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে অথবা ফোন পরিবর্তন করলে সিকিউরিটি কোড বদলে গিয়ে থাকে। এক্ষেত্রে নোটিফিকেশন না পেলে ম্যানুয়ালি সেটিকে সক্রিয় করা সম্ভব। এজন্য WhatsApp ওপেনের পর ক্রমান্বয়ে Account ও Security অপশন বেছে নিতে হবে। তারপর Show Security Notification বিকল্পে ট্যাপ করে সিকিউরিটি নোটিফিকেশন সক্রিয় করা সম্ভব।

মাল্টি-ডিভাইস সাপোর্ট সংক্রান্ত আরো একটি ফিচার WhatsApppp এদিন রোল-আউট করেছে। এই ফিচার আবির্ভাবের ফলে WhatsApp Web অ্যাক্সেসের সময় নিজের স্মার্টফোনে ইন্টারনেট কানেক্টিভিটি থাকার প্রয়োজন নেই।