WhatsApp আনছে গ্রুপ আইকন‌ এডিট ফিচার! ইউজারদের জন্য বড় সুখবর

এখনকার দিনে স্মার্টফোনে WhatsApp থাকাটা যেন এককথায় বাধ্যতামূলক হয়ে উঠেছে, যার অন্যতম একটি মূল কারণ হল এই অ্যাপটিতে বিদ্যমান একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যা কার্যকর হওয়ার…

এখনকার দিনে স্মার্টফোনে WhatsApp থাকাটা যেন এককথায় বাধ্যতামূলক হয়ে উঠেছে, যার অন্যতম একটি মূল কারণ হল এই অ্যাপটিতে বিদ্যমান একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যা কার্যকর হওয়ার পাশাপাশি বহুক্ষেত্রে মজাদারও বটে। কাজের প্রয়োজনে বা নিতান্ত ঘরোয়া চ্যাটের জন্য এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এখন যেন সকল বিশ্ববাসীর কাছেই একটি বাই-ডিফল্ট মেসেজিং অ্যাপ হয়ে উঠেছে। ইউজারদের সুবিধার্থে প্রায়শই এই অ্যাপে নিত্যনতুন ফিচার যুক্ত হয়। সেই রীতি বজায় রেখে সংস্থাটি তাদের প্ল্যাটফর্মে আরেকটি নতুন ফিচার যুক্ত করতে চলেছে বলে খবর পাওয়া গেছে।

WhatsApp আনছে Group icon edit ফিচার

রিপোর্ট অনুযায়ী, Facebook-এর মালিকানাধীন চ্যাট প্ল্যাটফর্ম WhatsApp একটি নতুন ফিচার টেস্ট করছে, যা গ্রুপ মেম্বারদের ইমোজি এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে আইকন তৈরি করতে সক্ষম করবে। তারা একটি ইমোজির জায়গায় স্টিকারও ব্যবহার করতে পারবেন। এই ফিচারের নাম গ্রুপ আইকন এডিট।

আমরা সকলেই জানি যে, WhatsApp ব্যবহার করার সময় যাতে ইউজাররা কোনোরকম অসুবিধার সম্মুখীন না হন, তাই যে কোনো ফিচার রোলআউট করার আগে সেটিকে অ্যাপের বিটা ভার্সনে টেস্ট করে নেওয়া হয় এবং তারপরে সব ঠিকঠাক থাকলে মূল স্টেবল ভার্সনে নিয়ে আসা হয়। ৩ দিন আগে এই গ্রুপ আইকন এডিটিং টুলটিকে iOS বিটা ভার্সন ২.২১.১৯০.১২ টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়। তারপর থেকেই আশা করা হচ্ছিল যে আগামী কয়েক দিনের মধ্যেই এটি Android বিটা চ্যানেলগুলিতেও চলে আসবে। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল।

Whatsapp testing group icon edit, Whatsapp roll out testing group icon edit, Whatsapp Users Can Soon Set Emojis Stickers, Update WhatsApp on iOS right now, হোয়াটসঅ্যাপ গ্রুপ আইকন এডিট ফিচার

WABetaInfo-র রিপোর্ট থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২১.২০.২ আপডেটে এখন এই ফিচারটি উপলব্ধ। উপরের স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, আপনি এখন আইকনের ব্যাকগ্রাউন্ড কালার চয়ন করতে পারবেন। তবে যেহেতু এই ফিচারটি বিকাশের অধীনে রয়েছে, তাই ইমোজি এবং স্টিকার প্লেসিংয়ের মতো অন্য ফিচারগুলি এখনও ডেভেলপ করা হয়নি। আশা করা হচ্ছে যে, খুব শীঘ্রই এ সম্পর্কে বিশদে আরও অনেক তথ্য জানা যাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনি এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন কি না তা জানার জন্য, আপনি এমন কোনো গ্রুপ ইনফো ওপেন করুন, যে গ্রুপের আপনি নিজে একজন মেম্বার এবং তারপরে ক্যামেরা আইকনটিতে ট্যাপ করুন। এখানে Emoji and Sticker নামে একটি নতুন বিকল্প থাকবে, আর যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যে এই ফিচারটি টেস্ট করার জন্য আপনার কাছে এখনও পর্যন্ত রোলআউট হয়নি। উপলব্ধ হলে আপনি আপনার ফোনে ইনস্টল করা ইমোজির মধ্যে চয়ন করতে পারেন বা ফোনে ডাউনলোড হওয়া সমস্ত প্যাকগুলির মধ্যে একটি স্টিকার নির্বাচন করতে পারেন। আপনার একটি ব্যাকগ্রাউন্ড কালার বেছে নেওয়ার ক্ষমতাও থাকবে, যার উপর ইমোজি বা স্টিকারটি প্রদর্শিত হবে। এরপর থেকে ইমেজটি আপনার গ্রুপের নতুন আইকন হিসেবে ব্যবহৃত হবে। তবে মনে রাখবেন যে, এই ফিচারটি টেস্ট করার জন্য আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বিটার লেটেস্ট ভার্সন ইনস্টল করা একান্ত আবশ্যক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন