WhatsApp খুলতে করতে হবে লগ ইন? শীঘ্রই আসছে নয়া সিকিউরিটি ফিচার

ইউজারদের সুবিধার্থে Meta (মেটা) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp...
techgup 8 Aug 2022 7:22 PM IST

ইউজারদের সুবিধার্থে Meta (মেটা) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) যেমন প্রায়শই নিত্যনতুন ফিচার নিয়ে আসে, তেমনই ব্যবহারকারীদের সুরক্ষার খাতিরে সংস্থাটি প্রতিনিয়ত নিজেদের সিকিউরিটি সিস্টেমকে উন্নত করার জন্য অহরহ পরিশ্রম করে চলেছে। এমনিতে WhatsApp এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম, আবার এতে টু-স্টেপ ভেরিফিকেশনের মত অথেন্টিকেশন সিস্টেমও মজুত রয়েছে। তবে আগামী দিনগুলিতে ইউজারদের সুরক্ষা যাতে আরও মজবুত হয়, সেই বিষয়টি মাথায় রেখে সংস্থাটি সম্প্রতি একটি নতুন সিকিউরিটি ফিচার নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে।

আসছে লগ-ইন অ্যাপ্রুভাল ফিচার

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram)-এর মত একটি লগ-ইন অ্যাপ্রুভাল ফিচার নিয়ে কাজ করছে। এর ফলে ইউজাররা যখন কোনো নতুন ডিভাইস থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করবেন, তখন তারা মেসেজিং অ্যাপটির তরফ থেকে একটি নোটিফিকেশন পাবেন। আসলে ব্যাপারটা হল, সংশ্লিষ্ট ইউজারই তার নিজস্ব অ্যাকাউন্টে নতুন ডিভাইস মারফত পুনরায় লগ-ইন করছেন কি না, তা এই নোটিফিকেশন মারফত সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হবে। এমনিতে যখন নতুন কম্পিউটার থেকে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন এরকম নোটিফিকেশন আসে; আর এবার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও সেই একই সুবিধা মিলবে। এর ফলে প্ল্যাটফর্মের তথা ইউজারদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

কমবে হ্যাকিংয়ের সম্ভাবনা, নিরাপত্তা হবে আরও জোরদার

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo সর্বপ্রথম এই ফিচারটির কথা প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে যে, আসন্ন ফিচারটির সুবাদে ইউজাররা ব্যাপকভাবে উপকৃত হবেন। কারণ যদি কখনো অন্য কেউ তাদের অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করে, তাহলে এই ফিচারটির সৌজন্যে তারা ইন-অ্যাপ অ্যালার্ট পেতে সক্ষম হবেন। সোজা কথায় বললে, যদি কারোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইতিমধ্যেই একটি ফোনে লগ-ইন থাকে এবং ইউজার অন্য ফোনে সেই একই অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করেন, তাহলে তিনি লগ-ইন অ্যাপ্রুভালের জন্য ওয়ার্নিং পাবেন।

এক্ষেত্রে ব্যবহারকারীরা সঠিকভাবে অ্যাপ্রুভালের জন্য ৬ ডিজিটের সিকিউরিটি কোড ইনপুট করলে, তবেই অন্য ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করা যাবে ঠিক যেমনটা টু স্টেপ অথেন্টিকেশনের জন্য প্রয়োজন হয়। ফলে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, এতে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বা কোনো-একজনের অ্যাকাউন্ট দ্বিতীয় কোনো ব্যক্তির ব্যবহার করার সম্ভাবনা অনেকটাই কমবে। তবে ঠিক কবে নাগাদ ফিচারটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story