একটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে একাধিক স্মার্টফোনে, শীঘ্রই নতুন আপডেট আনছে সংস্থা

বহু চর্চার পর কয়েক মাস আগে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য মাল্টি-ডিভাইস সাপোর্ট (Multi-device Support) নিয়ে...
techgup 29 April 2022 11:27 AM IST

বহু চর্চার পর কয়েক মাস আগে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য মাল্টি-ডিভাইস সাপোর্ট (Multi-device Support) নিয়ে এসেছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। কিন্তু এটি প্রত্যাশা অনুযায়ী তেমনভাবে সাড়া পায়নি, কারণ এতে একসাথে চারটি ডিভাইস লিঙ্ক করার ফিচার দেওয়া হলেও একটির বেশি ফোনে একই WhatsApp অ্যাকাউন্ট লগ ইন করার সুবিধা মেলেনি। তবে এই অস্বস্তি মেটাতে এখন কোম্পানি আরেকটি বড় পরিকল্পনা করছে বলে মনে হচ্ছে। সম্প্রতি জানা গেছে যে, Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এখন ফোনের জন্য বিশেষভাবে মাল্টি-ডিভাইসের সাপোর্ট প্রকাশ করতে চলেছে। এক্ষেত্রে নতুন আপডেটের পর, অনেক স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে সক্ষম হবেন ইউজাররা।

WABetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২২.১০.১৩ বিটা সংস্করণে পরিলক্ষিত হয়েছে। এই নতুন ফিচারের সপক্ষে একটি স্ক্রিনশটও সামনে এসেছে, যাতে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট খোলার বিকল্প দেখা যায়। বলা হচ্ছে, নতুন আপডেটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ডিভাইসটিকে 'কম্প্যানিয়ন' হিসাবে রেজিস্টার করার একটি বিকল্প পাবেন, যেটিতে ক্লিক করে আপনি অন্যান্য ফোনেও একই অ্যাকাউন্ট খুলতে সক্ষম হবেন।

সেক্ষেত্রে অন্য ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে প্রাইমারি হ্যান্ডসেটের মাধ্যমে একটি কিউআর (QR) কোড স্ক্যান করতে হবে। এতে, পরে ইউজাররা প্রাইমারি ফোন ছাড়া অন্য ফোন বা ট্যাবলেটে সেই অ্যাকাউন্টে লগইন করার সুযোগ পাবেন।

নতুন মাল্টি-ডিভাইস আপডেট কবে আসবে?

হোয়াটসঅ্যাপ এখনও জানায়নি যে এই বিষয়ে তার চূড়ান্ত আপডেট কবে প্রকাশিত হবে। এদিকে সংস্থাটি গত মাসে সমস্ত ব্যবহারকারীদের জন্য ডেস্কটপের মাল্টি-ডিভাইস সাপোর্ট প্রকাশ করেছে। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল ইউজারকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ফোন এবং ডেস্কটপ দুটিকেই ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখার দরকার নেই। এছাড়া এতে নির্দিষ্ট সময় পর, ডেস্কটপ থেকে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ আউট হওয়ার অপশনও রয়েছে।

Show Full Article
Next Story