WhatsApp ব্যবহারকারীরা সাবধান, বিদেশে চাকরি দেওয়ার নামে চলছে প্রতারণা

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) সম্প্রতি একটি নতুন ফিশিং স্ক্যাম ধরা পড়লো। জানা যাচ্ছে,...
SUPARNA 8 July 2022 11:34 AM IST

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) সম্প্রতি একটি নতুন ফিশিং স্ক্যাম ধরা পড়লো। জানা যাচ্ছে, প্রতারকরা উক্ত অ্যাপ ব্যবহারকারীদের ইউনাইটেড কিংডম (United Kingdom) বা যুক্তরাজ্যের ফ্রি ভিসা এবং চাকরি পাইয়ে দেওয়ার দাবি করে একটি মেসেজ পাঠাচ্ছে। সাথে একাধিক সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। আর এই পুরো ঘটনাটি ঘটানো হচ্ছে যুক্তরাজ্য সরকারের নাম ভাঙিয়ে। এমনকি মানুষের বিশ্বাস অর্জনের জন্য দেশের ভিসা বিভাগের অনুরূপ একটি ফিশিং ওয়েবসাইটও তৈরী করেছে প্রতারকেরা। যার দরুন এই লোভনীয় প্রস্তাবটি সত্যি মেনে বহু মানুষ প্রলুব্ধ হয়ে এই স্ক্যামের ফাঁদে ইতিমধ্যেই পা দিয়েছেন এবং প্রতারিত হয়েছেন। তাই আপনার কাছেও যদি এমন কোনো বিদেশে চাকরির প্রস্তাব দিয়ে মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, তবে সচতেন হয়ে যান।

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে WhatsApp -এর মাধ্যমে চলছে নতুন প্রতারণা

যেকোনো মানুষের কাছেই বিদেশে চাকরি করার প্রস্তাব যথেস্টই লোভনীয়। আর এই সুযোগটি কাজে লাগিয়েই মানুষের অর্থ লোপাট করছে একদল প্রতারক। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে, বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাদের ফোনে একটি সন্দেহজনক মেসেজ পাওয়ার দাবি করেছেন। যেখানে, যুক্তরাজ্যের ফ্রি ভিসা এবং চাকরির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। একই সাথে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাজ্যে চলতি বছর ১,৩২,০০০ জনেরও বেশি কর্মী প্রয়োজন এবং সরকারের পক্ষ থেকে বর্তমানে একটি নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। এই ক্যাম্পেইনে ১,৮৬,০০০ টিরও বেশি শূন্যপদ রয়েছে। তাই আগ্রহী ব্যক্তিরা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাকরির জন্য আবেদন করতে পারেন।

এই মেসেজটিকে বিশ্বাস করে যদি কোনো ব্যবহারকারী প্রদত্ত লিঙ্কে ক্লিক করেন, তাহলে তৎক্ষণাৎ তাদের একটি জাল বা ফিশিং ডোমেইনে রি-ডাইরেক্ট করে দেওয়া হবে। এই ওয়েবসাইটটিকে যুক্তরাজ্যের 'ভিসা অ্যান্ড ইমিগ্রেশন' বিভাগের অফিসিয়াল পেজের অনুরূপ হুবহু ডিজাইন করা হয়েছে। যেই কারণে এই স্ক্যামিং মেসেজের জালে খুব সহজেই জড়িয়ে পড়ছেন অনেকে।

তদুপরি, রিপোর্টে আরো বলা হয়েছে যে, প্রোগ্রাম কভারেজ হিসাবে -ট্রাভেল এক্সপেন্স, বাড়ি ভাড়া ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। আর আবেদনকারীর বয়স ১৬ বছর বা তার বেশি হতে হবে এবং তার ইংরেজি জানা আবশ্যক। একই সাথে, "তাত্ক্ষণিক ওয়ার্ক পারমিট ও ভিসা আবেদনে সহায়তা করা হবে। যেকোনো জাতীয়তার মানুষ চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামটি সেই সকল ব্যক্তি এবং ছাত্রদের জন্য উন্মুক্ত যারা যুক্তরাজ্যে কাজ বা পড়াশোনা করতে ইচ্ছুক" - এমনটাও লেখা থাকছে স্ক্যামার প্রেরিত মেসেজে।

কীভাবে হোয়াটসঅ্যাপে এই স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করবেন

হোয়াটসঅ্যাপ স্ক্যাম নতুন কিছু নয়। অতীতেও এ ধরনের জালিয়াতির বহু ঘটনা সামনে এসেছে। আর বারংবার সতর্ক করা সত্ত্বেও প্রলুব্ধ হয়ে ব্যবহারকারীরা এই ধরনের স্ক্যামে পা দিয়েছেন এবং তাদের অর্থহানি ঘটেছে। আসলে উক্ত মেসেজিং প্ল্যাটফর্মে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়, তাই হ্যাকারদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য হোয়াটসঅ্যাপকে কেন্দ্র করে চলা এই নতুন স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার একটি মাত্র উপায় হল, এই ধরনের মেসেজ এলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন এবং প্রদত্ত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

Show Full Article
Next Story