ভিডিও কলে নিজেদের বদলে ডিজিটাল অবতার ব্যবহার করতে পারবেন ইউজাররা, WhatsApp-এ আসছে নতুন ফিচার
ব্যবহারকারীদের সুবিধার্থে Meta (মেটা) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp...ব্যবহারকারীদের সুবিধার্থে Meta (মেটা) মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) যে প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে, সেকথা আমাদের কারোরই অজানা নয়। ইউজাররা যাতে এই অ্যাপের মাধ্যমে অত্যন্ত সহজে ও সাবলীলভাবে চ্যাট, ভিডিও ও ভয়েস কল করতে পারেন, তার জন্য সংস্থাটি হামেশাই নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের কলিং এক্সপেরিয়েন্সকে আরও মজাদার তথা সুসমৃদ্ধ করতে সংস্থাটি এবার একটি অসাধারণ ফিচার নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, WhatsApp এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সুবাদে ভিডিও কল চলাকালীন আপনি ইচ্ছে করলে আপনার মুখ না দেখানোরও সুযোগ পাবেন! কি, শুনে খুব অবাক লাগছে নাকি? ভাবছেন এর জন্য তো ক্যামেরা অফ করে দিলেই হয় তাহলে আর নতুন কী?
আসলে ব্যাপারটা হল, নতুন ফিচারটি আসার পর হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনি নিজের বদলে নিজের ডিজিটাল অবতার ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্টে এই খবরটি প্রকাশ্যে এসেছে। যারা জানেন না তাদেরকে বলে রাখি যে, অ্যাপল (Apple)-এর আইফোন (iPhone) সহ অন্যান্য বেশ কয়েকটি ডিভাইসে ইতিমধ্যেই 'মেমোজি' (Memoji) নামক এই ফিচারটি বিদ্যমান। এই ভার্চুয়াল অবতারটি ভিডিও কলের সময় ইউজারদের অভিব্যক্তি অনুযায়ী কাজ করে। আর অ্যাপলের দেখাদেখি হোয়াটসঅ্যাপও এবার এই একই ফিচার রোলআউট করার জন্য উঠেপড়ে লেগেছে। ফিচারটির আগমনের পর ইউজাররা ভিডিও কল চলাকালীন যে-কোনো সময় নিজেদের অবতার পরিবর্তন করতে সক্ষম হবেন বলে জানা গেছে।
এক্ষেত্রে WABetaInfo-র প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, নতুন ফিচারটি রোলআউট হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল স্ক্রিনে একটি নতুন বিকল্প দেখতে পাবেন। এই 'স্যুইচ টু অবতার' (Switch to avatar) অপশনে ক্লিক করলেই ইউজারদের নিজস্ব অবয়বের পরিবর্তে তাদের কার্টুনের মতো অবতার স্ক্রিনে ফুটে উঠবে। WABetaInfo আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। জানা গিয়েছে যে, বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে এই নতুন ফিচারটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাই ঠিক কবে নাগাদ এটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
গ্রুপ কলিংয়ের জন্যও নতুন ফিচার
এদিকে, গ্রুপ কলের জন্য সংস্থাটি সম্প্রতি একটি নতুন ফিচার রোলআউট করেছে। এখন WhatsApp-এ গ্রুপ কলিংয়ের সময় হোস্ট চাইলেই যে-কোনো ইউজারকে মিউট করতে পারবেন। আসলে অনেক সময়ই এমনটা হয়ে থাকে যে গ্রুপ কলে যারা যোগদান করছেন, তাদের অনেকেরই পারিপার্শ্বিক কোলাহলপূর্ণ পরিবেশের কারণে কল চলাকালীন অবাঞ্ছিত বাহ্যিক শব্দ শোনা যায়। সেক্ষেত্রে কোনো কারণে অংশগ্রহণকারীরা যদি নিজেদেরকে মিউট করতে ভুলে যান, তাহলে এতদিন পর্যন্ত এই বাহ্যিক আওয়াজের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় ছিল না। তবে এখন হোস্ট চাইলেই সেই সমস্ত ব্যবহারকারীদেরকে মিউট করে অত্যন্ত সহজে ও নির্বিঘ্নে গ্রুপ কল পর্বের সমাধা করতে পারবেন।